বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রথম ম্যাচেই আলো ছড়ালেন রাফায়েল

ক্রীড়া প্রতিবেদক

দলে রয়েছেন ব্রাজিলের অ্যালেক্স রাফায়েল দ্য কস্টা। গতকাল মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ফেডারেশন কাপে গোলও করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু দিন শেষে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন নাইজেরিয়ার রাফায়েল ওডোয়া অনওয়ার্বে। শেখ রাসেল ক্রীড়া চক্রের সেরা আটে জায়গা নেওয়ার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নাইজেরিয়ান রিক্রুট রাফায়েল শুধু গোল করাননি, গোলও করেছেন। গতকাল পড়ন্ত বিকালে মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে গোল করেছেন ৭০ মিনিটে এবং গোল করিয়েছেন ৯১ মিনিটে। রাফায়েলের আলোকিত দিনে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছেন টিম বিজেএমসির  উজবেকিস্তানের স্ট্রাইকার ওতাবেক। ওটাভেগের হ্যাটট্রিকে টিম বিজেএমসি ৩-২ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে পা দিয়ে রেখেছে।

গত মৌসুমে রাফায়েল খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এবার দল পাল্টে ভিড়েছেন শেখ রাসেলে। গতবার ১৫ গোল করে যুগ্মভাবে সলোমন কিংয়ের সঙ্গে পেশাদার লিগের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এবার ফেডারেশন কাপে গোল করে ফের ইঙ্গিত রাখলেন মাঠ কাঁপানোর। ম্যাচ জয়ের পর রাফায়েল বলেন, ‘তিনি নিয়মিত গোল করতে চান। দলের সাফল্যই আমার কামনা।’ এবারের লিগে প্রতিটি দল ৪ জন করে বিদেশি খেলাবে। প্রতিটি দলই ভালোমানের ফুটবলার দলভুক্ত করেছে। সতীর্থ রয়েছেন ব্রাজিলের অ্যালেক্স রাফায়েল, উজবেকিস্তানের আজিজুভ। এছাড়া বসুন্ধরা কিংসে রয়েছেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস, ব্রাজিলের মার্কোস ভিনিসিয়াস, টিম বিজেএমসিতে রয়েছে উজবেকিস্তানের ওতাবেক। গতকাল ব্রাদার্সের বিপক্ষে চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন ওতাবেক। সব মিলিয়ে লিগে এবার ভালোমানের ফুটবলার খেলছেন। এদের ভিড়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া রাফায়েল ওডোয়া অনওয়ার্বে।

সর্বশেষ খবর