শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
গভর্নিং বডির সিদ্ধান্তের প্রতিবাদ

ফেডারেশন থেকে মেরিনার্সের দুই কর্মকর্তার পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায় প্রিমিয়ায় লিগে ঢাকা মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। গত ৭ জুন মোহামেডান-মেরিনার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র থাকা অবস্থায় পণ্ড হয়ে যায়। ৪৪ মিনিট পর্যন্ত ম্যাচটি শান্তিপূর্ণভাবেই চলছিল। প্রথমে গোল করে এগিয়ে যায় মোহামেডান। পরে মেরিনার্স তা শোধ করে দেয়। যদিও মেরিনার্সের গোলটি অবৈধ বলে মোহামেডান বেঁকে বসেছিল। পরে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে তারা মাঠে ফিরে আসে। মেরিনার্সও পরে বেঁকে বসে তাদের দাবি আম্পায়ার ডাকার পরও  নির্দিষ্ট সময়ের মধ্যে মোহামেডান মাঠে ফেরেনি। ম্যাচ তারা প্রত্যাখ্যান করেছে। তাই বাইলজ অনুযায়ী তাদের বিজয়ী ঘোষণা করা হোক। ৩০ অক্টোবর ম্যাচটির ভাগ্য নিয়ে ফেডারেশনের গভর্নিং বডির সদস্যরা বৈঠকে বসেন। এখানে মোহামেডান চ্যাম্পিয়ন, আবাহনী রানার্সআপ ও মেরিনার্সকে তৃতীয় ঘোষণা করা হয়। আবাহনী কোনো আপত্তি না তুললেও মেরনাির্স এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। বুধবার রাতে ক্লাবটির নির্বাহী কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ফেডারেশনের অ্যাডহক কমিটিতে তাদের তিনজন সদস্য পদত্যাগ করবেন। গতকাল রাতেই দুই কর্মকর্তা নাকি ফেডারেশনে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছে।

সর্বশেষ খবর