শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জিততে চান মাহমুদুল্লাহ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জিততে চান মাহমুদুল্লাহ

প্রতিপক্ষ বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই প্রতিপক্ষের দুই লক্ষ্য। ভিন্ন ভিন্ন দুই লক্ষ্য নিয়ে অনিন্দ্য ‘সুন্দর’ সিলেটের আজ টেস্ট অভিষেক হচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের ছন্দে থাকা বাংলাদেশ চাইছে অপেক্ষাকৃত ‘দুর্বল’ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগাম প্রস্তুতিটা সেরে নিতে। আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে ক্যারিবীয়রা। বিপরীতে হারের বৃত্তে থাকা জিম্বাবুয়ে চাইছে ঘুরে দাঁড়াতে। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.)-এর পুণ্যভূমি সিলেট প্রস্তুত টাইগারদের সঙ্গে জিম্বাবুয়েকেও উজাড় করে দিতে। প্রস্তুত সুরমা পাড়ের শহরটির ক্রিকেটপ্রেমীরাও। প্রস্তুত দেশের অষ্টম টেস্ট ভেন্যুর ঐতিহাসিক সাক্ষী হতে।

লাক্কাতুরা চা বাগান লাগোয়া অসাধারণ স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি। স্টেডিয়ামে ঢুকতেই মন ভরে যায় আসাম-বাংলো টাইপের প্যাভিলিয়ন দেখে। শুধু প্যাভিলিয়নই নয়, ১০ স্তরের গ্রিন গ্যালারিও সৌন্দর্য্যে হার মানায় উপমহাদেশের যে কোনো স্টেডিয়ামকে। অসম্ভব সুন্দর স্টেডিয়ামটিতে আজ সকাল সাড়ে ৯টায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ডের লর্ডস আর ভারতের ইডেন গার্ডেনের আদলে ঘণ্টা বাজিয়ে শুরু হবে সিলেট টেস্ট। শুধু তাই নয়, অভিষেককে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটাই ঢেলে দিচ্ছেন আয়োজকরা। ঐতিহাসিক টেস্টকে সামনে রেখে গতকাল সকাল থেকে অনুশীলন করেছে টাইগাররা। দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের তিনজন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলছেন না টেস্টে। অবসর না নিলেও ২০০৯ সালের পর থেকে টেস্ট খেলছেন না মাশরাফি। সাকিব ও তামিম নেই ইনজুরির জন্য। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জানুয়ারিতেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সাকিবের অবর্তমানে দায়িত্ব পালন করেছিলেন মাহমুদুল্লাহ। এবারও নেতৃত্ব দিবেন ‘মি. কুল’। গতকাল অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে জয় ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিকে লক্ষ্য বলে জানান মাহমুদুল্লাহ, ‘ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট সিরিজে আমরা আশানুরূপ খেলতে পারিনি। সেখানে ভালো না করলেও এখানে অনেক সুযোগের উন্নতি রয়েছে। ওদের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আছে। আমার মনে হয়, তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের ভালো ফল দ্বিতীয় টেস্টে সহায়তা করবে। যদি বড় লক্ষ্যের কথা চিন্তা করি, সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমাদের মূল লক্ষ্য থাকবে।’ জিম্বাবুয়েকে ছোট করে দেখতে নারাজ বাংলাদেশ অধিনায়ক, ‘জিম্বাবুয়ে খুবই ভালো দল। ওয়ানডেতে ওরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা ভালো খেলে সিরিজ জিতেছি। আমাদের সুযোগ আছে টেস্ট ক্রিকেটে ভালো করার। সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর