শিরোনাম
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসার জন্য চামেলি এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পায়ের লিগামেন্ট ছিঁড়ে ও মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক নষ্ট হয়ে মৃত্যুশয্যায় থাকা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার চামেলি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আকাশপথে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। চামেলির সঙ্গে তার বোন, দুলাভাই, ভাবী ও জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। এ ছাড়া বাড়ি থেকে বিমানবন্দর নেওয়া পর্যন্ত তাদের সঙ্গে রাজশাহীর একজন আনসার সদস্য ছিলেন। ঢাকায় আলাদা আরেকজন আনসার সদস্য চামেলির সঙ্গে সার্বক্ষণিক থাকবেন।

জেলা প্রশাসক এস এম আবদুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামেলির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক চামেলিকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাবে। সেখানে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। দেশে তার চিকিৎসা সম্ভব না হলে বিদেশে পাঠানো হবে।

 

সর্বশেষ খবর