শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ম্যারাডোনার ব্রোঞ্জ মূর্তি

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৫৮তম জন্মদিন ছিল ৩০ অক্টোবর। তবে প্রবল বৃষ্টির কারণে দিনটা ভালোভাবে উদযাপন করা হয়নি ভক্তদের। তাছাড়া বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ ম্যারাডোনার জন্মদিন উদযাপনের জন্য এক বিশেষ আয়োজন করেছিল। আর্জেন্টিনা জুনিয়র্স ক্লাবের মাঠ দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামের পাশেই এক ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রথমবারের মতো বুয়েন্স আয়ার্সে দিয়েগো ম্যারাডোনার কোনো মূর্তি স্থাপন করা হলো। আর্জেন্টাইন এ ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনা জুনিয়র্সের জার্সিতেই ১৯৭৬ সালে অভিষিক্ত হয়েছিলেন ফুটবলে। সেখানে পাঁচ বছরে ১৬৭ ম্যাচে করেছিলেন ১১৬ গোল। এখানে খেলেই  চিনিয়ে ছিলেন নিজেকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সর্বকালের সেরা ফুটবলারকে। বোকা জুনিয়র্স ছেড়ে বার্সেলোনায় নাম লেখার পর সাফল্য তার পদচুম্বন করতে থাকে। আর্জেন্টিনাকে উপহার দেন ’৮৬ বিশ্বকাপের শিরোপা। ২.৮ মিটার উচ্চতার এই ব্রোঞ্জ মূর্তিটি ভবিষ্যৎ প্রজন্মকে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ইতিহাস মনে করিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন স্থপতি জর্জ মার্টিনেজ।

সর্বশেষ খবর