রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড্র অনুষ্ঠানে বিশ্বকাপের আমেজ

ক্রীড়া প্রতিবেদক

ড্র অনুষ্ঠানে বিশ্বকাপের আমেজ

বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক মাস আগে। তবে তার রেশ বাংলাদেশে রয়ে গেছে এখনো। গতকাল বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে এমন মন্তব্যই করেছেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স কক্ষে লাখো কুপন ছড়ানো ছিটানো টেবিলে। এর মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদের কুপন তুলে নিচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, অভিনেতা-অভিনেত্রীসহ আমন্ত্রিত অতিথিরা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন একটি চ্যালেঞ্জ নিয়ে যাত্রা করেছিল। সেই চ্যালেঞ্জে জয়ী হয়ে বাংলাদেশ এখন দেশের সীমানা পেরিয়ে আমেরিকা এবং ইউরোপেও প্রকাশিত হচ্ছে।’ তিনি জানান, খুব শিগগিরই বাংলাদেশ প্রতিদিন দুবাই থেকেও প্রকাশিত হবে। নঈম নিজাম গ্লোবকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে শুরু থেকেই ছিল গ্লোব। ভবিষ্যতেও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি প্রতাপ শংকর হাজরা। তিনি বলেন, ‘এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলের পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ প্রতিদিন।’ তিনি গ্লোবকেও ধন্যবাদ জানান। সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘বিশ্বকাপ অনেক আগে শেষ হলেও বাংলাদেশে এর রেশ এখনো রয়ে গেছে। কুইজের এ অনুষ্ঠান তারই প্রমাণ।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের নানান দেশে বাংলাদেশ প্রতিদিন তাদের বৃহৎ পাঠক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে।’ আমিনুল বাংলাদেশ প্রতিদিনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজের ডিরেক্টর (সেলস্ অ্যান্ড মার্কেটিং) খায়রুল আনাম বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন এখন একটি আন্তর্জাতিক পত্রিকা। নঈম নিজামও এখন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান। এটা আমাদের দেশের জন্য অনেক বড় গৌরবের বিষয়।’ তিনি বসুন্ধরা গ্রুপেরও ভূয়সী প্রশংসা করেন। খায়রুল আনাম বাংলাদেশ প্রতিদিনকে নিজের পরিবার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এই ধরনের যৌথ আয়োজনের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য রাখেন চলচ্চিত্র জগতের তারকা সুসমি রহমান ও বাপ্পি চৌধুরী এবং গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড গাউস মহিউদ্দিন। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজ লিমিটেডের এসিস. ম্যানেজার (মিডিয়া) মো. রিয়াজ হোসেন, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, বাংলাদেশ প্রতিদিনের উপদেষ্টা (মার্কেটিং) খন্দকার কামরুল হক শামীম, উপসম্পাদক মাহমুদ হাসান, চিফ নিউজ এডিটর মাশুক চৌধুরী, নিউজ এডিটর কামাল মাহমুদ, সহকারী সম্পাদক আবুল কালাম আজাদ, চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, হেড অব ডিপার্টমেন্ট মাসুদুর রহমান ও বিল্লাল হোসেন, মো. মাহবুবুল আলম, চিফ ফটোগ্রাফার আবু তাহের খোকন প্রমুখ।

সর্বশেষ খবর