রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্রিকেট ছাড়ছেন রাজিন সালেহ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট ছাড়ছেন রাজিন সালেহ

দিনটি স্মরণীয় হয়ে থাকবে সিলেটবাসীর। নতুন এক ইতিহাসও লেখা হয়ে গেল। বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে গেল সিলেট স্টেডিয়ামের। এমন উৎসবের দিনে বাংলাদেশের একজন খ্যাতনামা ক্রিকেটারের চোখে জল। তাও আবার সিলেটের ছেলে। হ্যাঁ রাজিন সালেহ আলমের কথা বলছি। এবার জাতীয় লিগের শেষ ম্যাচটি হবে দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচ। এদিন রাজিনের মাঠে থাকা ছিল সিলেট ক্রিকেটের স্মরণীয় দিনটির সৌজন্যই। অভিষেক টেস্ট বলেই সিলেটের টেস্ট ক্রিকেটারদের বিশেষভাবে সম্মান জানিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। হাসিবুল হোসেন, নাজমুল হক জুনিয়রের সঙ্গে রাজিনও এসেছিলেন। এর ফাঁকে প্রেস বক্সে এসে জানিয়ে গেলেন ক্রিকেটকে বিদায় জানানোর কথা।

বিদায়ী ঘোষণা দেওয়ার পরই চোখে আর জল ধরে রাখতে পারলেন না রাজিন সালেহ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পদচারণা যখন শুরু সেই সময় প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছিলেন রাজিন সালেহ। দেড় যুগের পথ চলা শেষ হবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের শেষ ম্যাচে। ৩৫ ছুঁই ছুঁই ব্যাটসম্যান কক্সবাজারে সিলেটের হয়ে মাঠে নামবেন ঢাকা বিভাগের বিরুদ্ধে।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট খেলতে না পারলেও স্কোয়াডে ছিলেন রাজিন সালেহ। তবে দ্বাদশ ব্যক্তি হিসেবে কিছুক্ষণ ফিল্ডিংও দেন। ২০০৩ সালে টেস্টে অভিষেক হয় তার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে প্রায় ৫ ঘণ্টা উইকেটে কাটিয়ে করেছিলেন ৫০ রান।

সর্বশেষ খবর