সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসি নেই, সুয়ারেজ তো আছেন

ক্রীড়া ডেস্ক

মেসি নেই, সুয়ারেজ তো আছেন

সেভিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। মেসির অনুপস্থিতিতে অবশ্য তেমন কোনো সমস্যা হচ্ছে না বার্সেলোনার। মেসি মাঠ ছাড়ার পর টানা পাঁচটা ম্যাচ জিতল কাতালানরা (সেভিয়া ম্যাচসহ)। মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে সামলে নিচ্ছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন জাদুকর মাঠ ছাড়ার পর গত পাঁচ ম্যাচে ছয়টা গোল করেছেন তিনি। মেসির অনুপস্থিতিতে দলকে জয়ের পথে পরিচালিত করছেন এই উরুগুয়ের ফুটবলার। গত শনিবার স্প্যানিশ লা লিগায় সুয়ারেজের ম্যাজিকেই জয় পেয়েছে কাতালানরা। রেয়ো ভলকানোর বিপক্ষে ম্যাচে হারতেই বসেছিল বার্সেলোনা। ম্যাচের দীর্ঘ সময় তারা পিছিয়ে ছিল ২-১ গোলে। তবে লুইস সুয়ারেজ দলকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। তিনি দুটি গোল করেন (১১ ও ৯০)। অপর গোলটি করেন ওসমান ডেম্বলে (৮৭)। রেয়ো ভলকানোর পক্ষে দুটি গোল করেন হোসে অ্যাঞ্জেল পোজো (৩৫) ও আলভারো গার্সিয়া রিভেরা (৫৭)। লুইস সুয়ারেজ লা লিগায় চলতি মৌসুমে ৯ গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। সুয়ারেজের এই কৃতিত্বের স্বীকৃতি দিচ্ছেন বার্সা কোচ ভালভার্দেও। তিনি বলেন, ‘সুয়ারেজ দিনে দিনে আরও দুর্দান্ত হয়ে উঠছে। এখন সে আরও বেশি গোল করছে। দলের প্রয়োজনের সময় গোল করছে সুয়ারেজ।’

 স্প্যানিশ লা লিগায় ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালানরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদও জয়ের ধারায় ফিরেছে। লা লিগায় টানা পাঁচ ম্যাচে ব্যর্থতার পর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যায়াদলিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে গোল দুটি করেছেন ভিনিসাস জুনিয়র এবং সার্জিও রামোস। এই জয়ে লিগে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। রিয়াল মাদ্রিদকে লা লিগায় জয়ের ধারায় ফেরালেন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারি। তিনি এখন তরুণদের উপরই আস্থা রাখছেন। তরুণ রিয়াল মাদ্রিদকে নিয়েই এগিয়ে যেতে চান আর্জেন্টাইন এ কোচ। অবশ্য দিন কয়েকের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে হবে রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ ফুটবলের নিয়মানুযায়ী ১৪ দিনের বেশি কোনো অন্তর্বর্তীকালীন কোচ থাকতে পারে না। স্থায়ী কোচ নিয়োগ দিতে হবে রিয়ালকে। তালিকায় সবার উপরের নামটি ইতালিয়ান কোচ অ্যান্টোনিও কন্তের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর