শিরোনাম
মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসিকে নিয়েই মাঠে নামবে বার্সা!

ক্রীড়া ডেস্ক

মেসিকে নিয়েই মাঠে নামবে বার্সা!

প্রায় দুই সপ্তাহ আগে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে নেমে বাজেভাবে মাটিতে লুটিয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ডান হাতে গুরুতর আঘাত পেয়ে মাঠেই ব্যান্ডেজ বাঁধতে হয়েছিল তার। পরবর্তীতে জানা গেল অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। তবে দিন কয়েক আগে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে দলে আর্জেন্টাইন জাদুকরকে রেখেছেন বার্সা কোচ ভালভার্দে। লিওনেল মেসিকে ছাড়া গত চারটি ম্যাচেই দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজ মেসির অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার মেসি ফেরায় বার্সেলোনা আরও ভয়ঙ্করই হয়ে উঠবে বলে আশা করা যায়। ইন্টার মিলানের বিপক্ষে এমনিতেই দারুণ রেকর্ড আছে বার্সেলোনার। ৮ বার মুখোমুখি হয়ে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে পাঁচবারই জিতেছে কাতালানরা। হেরেছে মাত্র একবার। সান সিরোতে আজ কী হয় দেখা যাক! জিততে পারলে বার্সেলোনার নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আজই। বি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে কাতালানরা। এই গ্রুপে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম আজ মুখোমুখি হচ্ছে ডাচ ক্লাব পিএসভি এইনঢোভেনের। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড। সি গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই আছে লিভারপুল। তবে নকআউট পর্ব নিশ্চিত করার জন্য আরও দুটি ম্যাচ জিততে হবে লিভারপুলকে। এই গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব নেপোলি এবং নেইমার-এমবাপ্পেদের পিএসজি। ৫ পয়েন্ট নিয়ে নেপোলি দুই এবং ৪ পয়েন্ট নিয়ে পিএসজি তিন নম্বরে অবস্থান করছে। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে আজ দুই দলেরই জয় খুব প্রয়োজন। এ গ্রুপের ম্যাচে আজ জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড আছে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো দুই নম্বরে। ডর্টমুন্ড আজ জিতে গেলে নকআউট পর্ব নিশ্চিত করবে। অন্যদিকে অ্যাটলেটিকোরও জয়টা খুবই প্রয়োজন। এই গ্রুপের অপর ম্যাচে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোর মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের ক্লাব ব্রুগ। এছাড়াও আজ ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে পোর্তো-লুকোমোটিভ মস্কো এবং শালকে-গ্যালাটাসারি। এই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগিজ ক্লাব পোর্তো। ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জার্মান ক্লাব শালকে। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে তুর্কি ক্লাব গ্যালাটাসারি।

 

সর্বশেষ খবর