মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই দলই স্বপ্ন দেখছে জয়ের

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট টেস্টে জিততে হলে বাংলাদেশকে আজ কয়েকটি ভালো পার্টনারশিপ লাগবে। সেটা উপলব্ধি করতে পারছেন কোচ রোডসও, ‘আমরা কয়েকটি ভালো পার্টনারশিপের দিকে তাকিয়ে আছি। যদি তা করতে পারি, তবে ম্যাচ জিততে পারব। ম্যাচের সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়া খুবই কঠিন কিন্তু এটা অসম্ভব নয়।’ এ ম্যাচে জয় আসুক আর নাই আসুক, টাইগার কোচ ব্যাটসম্যানদের উন্নতি করার তাগিদ দিচ্ছেন। টানা সাত টেস্ট ইনিংসে দুইশত রান ছুঁতে পারেনি বাংলাদেশ। স্টিভ রোডস বলছিলেন, ‘টেস্টে আমাদের ব্যাটিংয়ে অবশ্যই উন্নতি করতে হবে। আমাদের আগ্রাসী হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। তবে ব্যাটসম্যানরা চেষ্টা করছে।’ গতকাল কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করতে পারায় খুশি রোডস, ‘এটা অবশ্যই ভালো দিক, আমরা কোনো উইকেট হারাইনি। আমাদের একটি ছোট প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে। হাতে ১০ উইকেট আছে, ছেলেরা খুশি। যদিও কঠিন চ্যালেঞ্জ তথাপি আমরা ইতিবাচক মনোভাবে আছি।’ বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু জিম্বাবুয়ে কেন ছাড় দেবে! জিততে তো তারাও চায়! গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত সে কথাই জানিয়ে যান, ‘চতুর্থ ইনিংসে রান তাড়া করা সবসময়ই কঠিন। আমরা আশাবাদী, আগামীকাল (আজ) সকালে ভালো বোলিংই করব। একই সঙ্গে আমাদের ভালো ফিল্ডিংও করতে হবে।’

 

সর্বশেষ খবর