মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টি-২০ তে অপ্রতিরোধ্য পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

টি-২০ ক্রিকেটে পাকিস্তান যেন সিংহ রূপ ধারণ করে আছে। কেউ তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডকেও একই লজ্জায় ফেললেন সরফরাজরা। দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল পাকিস্তান। বাকি ছিল শুধু হোয়াইটওয়াশ। রবিবার তাও হয়ে গেল। পাকিস্তান জিতেছে ৪৭ রানে। ১৬৭ রান টি-২০ তে এখন মামুলি টার্গেট। কিন্তু প্রতিপক্ষ দলটা পাকিস্তান ছিল বলেই লক্ষ্যটা কঠিন হয়ে পড়ে। এশিয়াকাপে ভরাডুবির পর পাকিস্তান যেন নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া আর কোনো ব্যাটসম্যানই নিউজিল্যান্ডের হয়ে লড়াই করতে পারেননি। তিনিই দলের আশা জাগিয়ে রেখেছিলেন। পাকিস্তানের বোলিং ম্যাজিকে পরবর্তীতে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামে। মাত্র ২৯ বল এবং ২৩ রানের ব্যবধানে কিউইদের ৮ উইকেটের পতন হয়। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কলিন মুনরো (২) এবং ডি গ্রান্ড হোমের (৬) উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৩ রানে ২ উইকেটে পড়ার পর যে বিপর্যয়ের শঙ্কা ছিল তা কাটিয়ে উঠে। গ্লেন ফিলিপস ও উইলিয়ামসন দুজন গড়েন অনবদ্য ৮৩ রানের জুটি। ১২.২ ওভারে ২ উইকেটে ৯৬ রান থেকে ১৬.৫ ওভারে ১১৯ রানে অল আউট।

৯৩ রানে তৃতীয় উইকেটে হিসেব আউট হন উইলিয়ামসন। ৩৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৯৭ রানে ফেরেন ফিলিপ। ফিলিপ ২৬ ও সোধি ১১ ছাড়া বাকিরা কেউ দুই অংক ছুঁতে পারেননি। শাদাব খান ৩০ রানে ৩, ওয়াকাস মাকসুদ ২১ রানে ২ ও ইমাদ ওয়াসিম ২৮ রানে ২ উইকেট পান। এর আগে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তুলে ১৬৬ রান। বাবর আজম ৭৯, হাফিজ ৫৩ রানে অপরাজিত ছিলেন।

সর্বশেষ খবর