বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হকিতে বাংলাদেশের নারীদের জয়

ক্রীড়া প্রতিবেদক

হকিতে বাংলাদেশের নারীদের জয়

ফুটবল ও ক্রিকেটের পর হকিতেও বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে। গতকাল ঢাকা একাদশ হারিয়েছে কলকাতা একাদশকে —বাংলাদেশ প্রতিদিন

সত্তর দশকে বাংলাদেশের মেয়েরা নিয়মিত হকি খেলতেন। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরাই খেলতেন। সময়ের পরিক্রমায় এখন আর মেয়েরা হকি খেলেন না। অবশেষে বাংলাদেশ হকি ফেডারেশনের চেষ্টায় মেয়েরা আবার হকি খেলছেন। গতকাল ঢাকা একাদশ নামে একটি প্রীতিম্যাচ খেলেছে কলকাতা ওয়ারিয়র্সের বিপক্ষে। খেলায় ঢাকা একাদশ ২-০ গোলে ঐতিহাসিক জয় পায়। ঢাকা একাদশ মূলত বাংলাদেশ জাতীয় দল। কলকাতা দলটি সাজানো হয়েছে বরাহনগর, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উত্তরখন্ড, হরিয়ানা, কাশিপুর, কলকাতা, হাওড়া, দমদমের মেয়েদের নিয়ে। মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে দুই কোয়ার্টারে দুই গোল করে ঢাকা একাদশ। ম্যাচের ৯ মিনিটে প্রথম গোল করেন সিমু আক্তার সীমা এবং ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নমিতা কর্মকার। আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি এবং তৃতীয়টি খেলবে শনিবার।

সর্বশেষ খবর