বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সবার আগে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

সবার আগে বার্সেলোনা

ইনজুরিতে মাঠের বাইরে পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। অবশ্য অনুশীলন করছেন নিয়মিত। অনুশীলনে নিজেকে ব্যস্ত রাখায় মনে হয়েছিল ইন্টার মিলানের বিপক্ষে খেলবেন তিনি। সেই আভাসও দিয়েছিলেন বার্সেলোনার কোচ আরনাস্তো ভালদেরাদো। শেষ পর্যন্ত অবশ্য মাঠে নামেননি মেসি। জেতাও হয়নি স্প্যানিশ জায়ান্টদের। না জিতলেও হারেনি। ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের সঙ্গে। এই ড্রয়ে দুই ম্যাচ হাতে রেখেই সবার আগে সেরা ১৬ বা নক আউট পর্বে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের দিনের অন্য খেলায় ২-১ গোলে পিএসভির বিপক্ষে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম্প হটস্পার, বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ, মোনাকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রুজ, রেডস্টার বেলগ্রেড ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে, শালকে ফোর ২-০ গোলে গ্যালাতাসারেকে ও পোর্তো ৪-১ গোলে লোকোমোটিভ মস্কোকে হারিয়েছে। নেপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইন। স্যানসিরোর জিউসেপ্পো মিয়াজ্জো স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথিয়েতা দেয় ইন্টার মিলান। মেসিবিহীন ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। এভাবেই শেষ হয় প্রথমার্ধ। ৮০ মিনিট পর্যন্ত ম্যাচটি সমানে সমান এগিয়েছে। ৮১ মিনিটে বার্সেলোনার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ম্যালকম। মাঠে নামার ২ মিনিট পর ৮৩ মিনিটে সফরকারী বার্সার সমর্থকদের উচ্ছ্বাসে মাতান ম্যালকম। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী ছিল না। চার মিনিট পর সমতা আনে স্বাগতিক ইন্টার মিলান। ৮৭ মিনিটে মাউরো ইকার্দি দুর্দান্ত এক গোলে ব্যবধান ১-১ করেন। এই ড্রয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। প্রথম লেগে ন্যু ক্যাম্পে ২-০ গোলে জিতেছিল বার্সা। মেসিকে ছাড়া দারুণ উত্ফুল্ল ম্যাচ খেলেছে ভালদেরাদোর দল। দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা যদি উসমান দেম্বেলের শটটি কর্নারের বিনিময়ে রক্ষা না করতেন ইন্টারের গোলরক্ষক। ১০ মিনিটে মিস করেন লুইস সুয়ারেজ। এই দুটি আক্রমণ ছাড়া প্রথমার্ধে তেমন উত্তেজনা ছিল না। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে। এরমধ্যে ৮১ মিনিটে দেম্বেলের পরিবর্তে মাঠে নামেন ম্যালকম। মাঠে নেমেই দুই মিনিট পর ফিলিপ কৌতিনিয়োর বাড়ানো বল ধরে ব্যবধান ১-০ করেন ম্যালকম। চার মিনিট ব্যবধান ১-১ করেন ইকার্দি। ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানের ইন্টার মিলানের পয়েন্ট ৭। এই গ্রুপের আরেক ম্যাচে পিছিয়ে থেকেও হটস্পার জয় পায় হ্যারি কেইনের জোড়া গোলে। ‘এ’ গ্রুপে সবার উপরে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট টানা তিন জয়ে ৯।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর