শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাটকীয় জয়ে সেমিতে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

নাটকীয় জয়ে সেমিতে আবাহনী

১৯৮০ সাল থেকে শুরু ফেডারেশন কাপে সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন ধানমন্ডি পাড়ার দলটি। অবশ্য সমসংখ্যক ১০ বার শিরোপা জিতেছে মতিঝিল পাড়ার দল মোহামেডান। গতকাল আবাহনী খেলতে নামে গ্রুপ রানার্স আপ হয়ে। আরামবাগ খেলতে নামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে। মতিঝিল পাড়ার আরেক দল আরামবাগ গতকাল শুরু থেকে অলআউট ফুটবল খেলতে থাকে। কাউন্টার অ্যাটাকে ৭ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। মধ্যমাঠ থেকে চিনেডু ম্যাথিউয়ের শূন্যে ভাসানো বল বুক দিয়ে থামান ক্যামেরুনের পল এমিলি। এরপর পেছনে বল ঠেলে দেন এবং ডি বক্সের মাথা থেকে দ্রুতগতিতে ডান পায়ের জোরাল শটে ব্যবধান করেন ১-০ শাহরিয়ার বাপ্পী। পিছিয়ে পরে সমতায় ফিরতে সচেষ্ট হয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ২৯ মিনিটে সমতা আনে। ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠা বেলফোর্টের শট আরামবাগের গোলরক্ষক ফিরিয়ে দেন। ফিরতি বলে হেড করেন সানডে চিজোবা। তার হেড ঠেকিয়ে দেন রক্ষণভাগের একজন। বল ফিরে আসে এবং জটলায় দাঁড়ানো সানডে সমতা আনেন ঠাণ্ডা মেজাজে (১-১)। খুব বেশি সময় আবাহনীর উচ্ছ্বাস টিকে থাকেনি। পাঁচ মিনিট পর ৩৪ মিনিটে ফের এগিয়ে যায় আরামবাগ। এমিলির থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে যাচ্ছিলেন বাপউ। কিন্তু আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল নিশ্চিত গোল রক্ষা করেন বাপ্পীকে ফেলে দিয়ে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং আরামবাগকে ২-১ গোলে এগিয়ে নেন উজবেকিস্তানের স্ট্রাইকার বোবোজনোভ ইকবালজন নরমাতোভিচ। ওই গোলের পর ম্যাচে ফের প্রাণের সঞ্চরণ ঘটে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা আনে আবাহনী। ডি বক্সের বাইরে থেকে সোহেলের বুলেট শটে আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল পরাস্ত হলে সমতায় ফিরে বিরতিতে যায় আবাহনী (২-২)। এরপর বিরতির বাঁশি বাজে। ৯৩ মিনিটে ঢাকা আবাহনীর পক্ষে বিজয় সূচক গোলটি করেন বেলফোর্ট।

সর্বশেষ খবর