শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর গোলের পরও জুভেন্টাসের হার

ক্রীড়া ডেস্ক

রোনালদোর গোলের পরও জুভেন্টাসের হার

খেললেন, খেলালেন এবং গোলও করলেন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না। ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। এক সময় যিনি সমার্থক হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের। এখন তিনি সবচেয়ে বড় ভরসা ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের। জুভদের হয়ে চলতি মৌসুমে সিরি এ, চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক গোল করছেন। পরশু রাতে তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে। অবিশ্বাস্য গোলও করেছেন সাবেক ক্লাবের বিপক্ষে। কিন্তু শেষ হাসিটি হাসতে পারেননি। দল জুভেন্টাস ২-১ গোলে হেরে গেছে তারই পুরনো কোচ জোসে মরিনহোর ম্যান ইউ’র কাছে। রোনালদোর অবিশ্বাস্য গোলের ম্যাচে অবশ্য ভাগ্য পুরোপুরি সহায়ক ছিল ইংলিশ জায়ান্টদের। ম্যান ইউকে জয়োৎসবে মাতানোর গোলটি ছিল আবার আত্মঘাতী। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের অবিশ্বাস্য গোলের সঙ্গে আলোচনায় উঠে এসেছে ম্যান ইউ কোচ মরিনহোর আচরণ। ৬৫ মিনিটে গোল করেন জুভেন্টাসকে এগিয়ে রাখেন রোনালদো। ৮৬ মিনিটে জুয়ান মাতা সমতা ফেরান। ৩ মিনিট পরেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই গোলে হেরে যায় জুভেন্টাস।

সর্বশেষ খবর