শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদায়ী ম্যাচে রাজিনের জোড়া হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

বিদায়ী ম্যাচে রাজিনের জোড়া হাফ সেঞ্চুরি

ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে’ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেকের দিনই অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। সেদিনই মিডিয়াকে জানিয়েছিলেন কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় লিগের ম্যাচের পর ব্যাট তুলে রাখবেন। সিলেট বিভাগকে জয় এনে দিতে না পারলেও দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখলেন রাজিন। ঢাকা বিভাগের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে রাজিন খেলেছিলেন ৬৭ রানের দারুণ এক ইনিংস। একটি ছক্কার সঙ্গে সাত বাউন্ডারি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি কাছাকাছি গিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। খেলেছেন ৮৭ রানের ইনিংস। ১৩ রানের জন্য সেঞ্চুরি করতে না পারলেও তার দাপুটে ইনিংসে ড্র করেছে সিলেট। জাতীয় দলের জার্সিতে রাজিন সালেহর অভিষেক হয়েছিল ২০০৩ সালে। ২৪ টেস্টে ৭টি হাফ সেঞ্চুরিতে করেছেন ১১৪১ রান। ৪৩ ওয়ানডেতে তিনি করেছেন ১০০৫ রান। একটি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ২০০৩ সালে অভিষেক হলেও ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টের দলে ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি ছিলেন দ্বাদশ ক্রিকেটার।

সর্বশেষ খবর