শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বোজাংয়ের জোড়া গোলে সেমিতে শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

বোজাংয়ের জোড়া গোলে সেমিতে শেখ জামাল

গাম্বিয়ান ফুটবলার বোজাংকে ঘিরে গোল উৎসবে মেতেছে শেখ জামালের ফুটবলাররা —সৌজন্যে

উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল জিতে ওয়ালটন ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে হলুদ জার্সিধারীরা। গাম্বিয়ান স্ট্রাইকার সেইনে বোজাংয়ের জোড়া গোলে জয় পেয়েছে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল। ২১ নভেম্বর প্রথম সেমিফাইনালে দলটি মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। জয়টা সহজেই পেতে পারত শেখ জামাল। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু সমর্থকদের হতাশ করেন শেখ জামালের আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো ইমানুয়েল পিরেজ। ২০তম মিনিটেও ১টি গোলের সুযোগ নষ্ট করেন লুসিয়ানো। প্রথমবার পোস্টের বাইরে মেরে সুযোগ হারিয়েছিলেন। এবারে সাইফের গোলরক্ষকের হাতে বল দেন তিনি। তবে ম্যাচের ২৯তম মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন গাম্বিয়ান ফুটবলার সেইনে বোজাং। স্বদেশি সলোমন কিংয়ের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন বোজাং। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরও একটা সুযোগ ধরা দিয়েছিল। তবে এবারে সুযোগ হারান বোজাং। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আধিপত্য ধরে রাখে দলটি। লুসিয়ানোর ভাগ্যটা সম্ভবত ভালো ছিল না। বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন এই আর্জেন্টাইন। এই ফাঁকে দারুণ এক গোলে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৭১তম মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান স্ট্রাইকার দেইনের আন্দ্রেস কর্ডোবা। সমতায় ফিরে অবশ্য বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সাইফ। ৭৬তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় শেখ জামাল। ডি বক্সের ডান পাশ থেকে বল বাতাসে ভাসিয়ে দেন সলোমন কিং। ডি বক্সের ভিতরে একেবারে ফাঁকা ছিলেন বোজাং। হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচে বাকি সময়টা আক্রমণ-প্রতি আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনো পক্ষই আর গোল করতে পারেনি। কোয়ার্টার ফাইনাল শেষ হলেই আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোর জন্য বেশ কয়েকদিন বন্ধ থাকবে ফেডারেশন কাপ।

সর্বশেষ খবর