শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্মরণীয় হলো না হেরাথের বিদায়

ক্রীড়া ডেস্ক

স্মরণীয় হলো না হেরাথের বিদায়

বিদায়ী টেস্টে রঙ্গনা হেরাথকে গার্ড অব অনার দিচ্ছে ইংলিশ ক্রিকেটাররা

বয়স ৪০ পেরিয়ে ৪১ ছুঁই ছুঁই। এই বয়সে অনেকেই অবসর জীবনযাপন করছেন। অথচ রঙ্গনা হেরাথ তাল মিলিয়ে ক্রিকেট খেলেছেন সতীর্থদের সঙ্গে। গল টেস্টে ইংল্যান্ডের কাছে ২১১ রানের বড় হারের আগ পর্যন্ত শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনারের ক্যারিয়ারও ছিল এমনই। গতকাল খেলা শেষ হতেই যবনাকিপাত ঘটে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনারের। কিন্তু বিদায়টা স্মরণীয় হয়ে থাকল না ৯৩ টেস্ট ক্যারিয়ারে ৪৩৩ উইকেট নেওয়া হেরাথের। বিদায়ী টেস্ট, তাই জয় চেয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। জয় চেয়েছিল গোটা দ্বীপরাষ্ট্র। কিন্তু ইংলিশ বোলারদের দাপুটে বোলিং এবং লঙ্কান ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেই ক্যারিয়ারের ইতি টানতে হলো হেরাথকে। ১৯৯৯ সালে অভিষেক গলে। সেই গলেই খেললেন ক্যারিয়ারের শেষ টেস্ট। ১৯ বছরে হেরাথের টেস্ট সংখ্যা মাত্র ৯৩। বিদায়ী টেস্টে তার উইকেট সংখ্যা মাত্র ৩টি।

সর্বশেষ খবর