রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাবিনাদের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে শোচনীয় হার। টোকিও অলিম্পিক গেমসে এশিয়ান বাছাই পর্বে সাবিনা খাতুনরা শুরুতেই ৫-০ হার স্বাগতিকদের কাছে। মিয়ানমারের কাছে হারটা প্রত্যাশিত হলেও ব্যবধান এত বড় হবে কেউ ভাবেনি। আসরে বাংলাদেশের মূল লক্ষ্য গ্রুপে ভারত ও নেপালকে হারানো। আজই ভারতের বিপক্ষে লড়বে সাবিনারা। জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে অহরহ হারাচ্ছে মেয়েরা। অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল মেয়েরা। অলিম্পিক বাছাইপর্বে বেস্ট রানার্সআপ হিসেবেও দ্বিতীয় পর্বে খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ চাইবে পরবর্তী দুই ম্যাচ জিততে।

১৩ নভেম্বর নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। অলিম্পিক বাছাইপর্বে ফুটবলে মেয়েদের জাতীয় দল অংশ নিলেও বাংলাদেশের অবস্থা ভিন্ন। এখন পর্যন্ত মেয়েদের কোনো জাতীয় দল গড়া সম্ভব হয়নি বলে সব টুর্নামেন্টেই কিশোরীরা অংশ নিচ্ছে।

সর্বশেষ খবর