সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সময় এসেছে নারী হকি নিয়ে ভাবনার

ক্রীড়া প্রতিবেদক

সময় এসেছে নারী হকি নিয়ে ভাবনার

সত্তর দশকের মাঝামাঝি সময়ে হকি ফেডারেশনের উদ্যোগে মেয়েদের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। কলেজ ও স্কুলপড়ুয়া মেয়েদের নিয়ে কয়েকটি প্রদর্শনী ম্যাচের আয়োজনও করা হয়েছিল। পরবর্তীতে সেভাবে সাড়া না পাওয়ায় প্রশিক্ষণের কর্মসূচি স্থগিত হয়ে যায়। অনেক দিন পর মেয়েরা আবার হকিতে নেমেছে। খেলেছে জাতীয় প্রতিযোগিতা। বর্তমান ফেডারেশন নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। এই প্রথম বাংলাদেশের মেয়েদের বিদেশি দলের বিপক্ষে প্রীতিম্যাচের আয়োজন করে। যা স্বপ্ন ছিল তা বাস্তবে রূপ দিয়েছে হকি ফেডারেশন। অবশ্য কয়েক বছর ধরে হকি ফেডারেশনের নানা কর্মসূচি দিয়ে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশের হকির কিংবদন্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের একটাই কথা হকি উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদস্য দেশগুলোর জন্য নারী হকি বাধ্যতামূলক করা হয়েছে। করবেই না কেন, বিশ্বকাপ অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়াকাপ সব টুর্নামেন্টে পুরুষদের পাশাপাশি মেয়েরাও খেলছে। সূতরাং বাংলাদেশ অন্ধকারে পড়ে থাকবে কেন? পারফরম্যান্স যাচাই করতে বিদেশি দলের বিরুদ্ধে প্রীতিম্যাচের আয়োজন। হকির এক সময় পরাশক্তি প্রতিবেশী ভারতের কলকাতা ওয়ারিয়র্স দলের বিরুদ্ধে ঢাকা একাদশের তিন ম্যাচের সিরিজ খেলে। নাম ঢাকা একাদশ হলেও মূলত এসব মেয়েদের নিয়ে জাতীয় দল গড়ার চিন্তাভাবনা চলছে। এক্ষেত্রে ফেডারেশন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কেননা খেলোয়াড় যাচাই-বাছাই ছাড়া হুট করে জাতীয় দল ঘোষণাটা ঠিক হতো না। সত্যি বলতে কি অনেকের ধারণা ছিল তিন ম্যাচেই ঢাকা একাদশ নাস্তানাবুদ হবে। অথচ দুর্দান্ত খেলে ২-১ ব্যবধানে সিরিজ জয়। এটা বাংলাদেশের হকির কম প্রাপ্তি নয়। কলকাতা হলেও এই বিজয় গৌরবের। কেননা ভারতের মেয়েরা তো বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত। বলা যায় বাংলাদেশের মেয়েরা সবেমাত্র হাতে স্ট্রিক ধরা শিখছে। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাজেদ এ এ আদেল জানালেন, ‘মেয়েদের পারফরম্যান্সে ফেডারেশন সন্তুষ্ট। এই সাফল্য দেখে ফেডারেশন নারীদের হকি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেবে। চিন্তাভাবনা আছে ফেডারেশন থেকে নারী সাফ চ্যাম্পিয়ন্সশিপে শুরু করার প্রস্তাব দেওয়ার। এ জন্য সাফভুক্ত দেশগুলোর হকি ফেডারেশনের সঙ্গে আলোচনা করব’। কর্মকর্তারাতো অনেক প্রতিশ্রুতি দেন। বাস্তবায়ন নিয়েই যত সমস্যা। সত্যি বলতে কি ক্রিকেট ফুটবলের পর সময় এসেছে নারী হকি নিয়ে ভাবনার।

সর্বশেষ খবর