শিরোনাম
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অলিম্পিক বাছাই পর্ব

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

মিয়ানমারের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে আশা ছিল ভারত ও নেপালকে হারিয়ে বেস্ট রানার্স আপের সম্ভাবনা টিকে থাকবে। তা আর হলো কই? অলিম্পিক বাছাই পর্বে এশিয়ান অঞ্চলের গ্রুপ লড়াইয়ে ভারতের কাছেও ৭-১ গোলে হেরে যায়। সাফ চ্যাম্পিয়নশিপে যেখানে ভারতকে হারানোটা মেয়েদের অভ্যাসে পরিণত হয়েছিল। সেখানে সাবিনা খাতুনদের এমন হার বিস্ময়করই বলা যায়।

আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে। জিতলেও লাভ নেই, গ্রুপ পর্ব খেলেই দেশে ফিরে আসতে হবে। তারপরও জয় পেলে কিছুটা হলেও লজ্জা কমবে। এই তো কিছুদিন আগেও সাফ অনূর্ধ্ব-১৮ নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আজ পারবে কিনা এটাই সংশয়। কেননা এই নেপালই ১-১ ড্র করেছে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে। বড় ব্যবধানে জিতলে তাদেরও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ভারত রেসে এখনো টিকে আছে। বিদায় নিয়েছে শুধু বাংলাদেশই। এএফসি অনূর্ধ্ব-১৯ ও অলিম্পিক বাছাই পর্বে নারী ফুটবলে বাংলাদেশের ব্যর্থতা ক্রীড়ামোদীদের ভাবিয়ে তুলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর