বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চলে গেলেন ফুটবলার কাজী সাত্তার

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন খ্যাতনামা ফুটবলার কাজী সাত্তার। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার মগবাজার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তান রেখে গেছেন। ষাট দশকের শেষের দিকে কাজী সাত্তার রংপুর থেকে ঢাকা লিগে খেলতে আসেন। বিজি প্রেস থেকে শুরু হয় তার ঢাকা অধ্যায়। ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্সের হয়ে তিনি দীর্ঘসময় খেলেছেন। একাধিকবার দলকে নেতৃত্বও দিয়েছেন। ঢাকার মাঠে অসংখ্য গোল রয়েছে তার। ওয়ান্ডারার্সের হয়ে দুই ম্যাচে হ্যাটট্রিকও রয়েছে তার। ১৯৭৯ সালে সুপার লিগে ওয়ান্ডারার্স ৩-১ গোলে হারায় তারকানির্ভর ঢাকা আবাহনীকে। ওই ম্যাচে তিনি করেন ২ গোল। বিশেষ করে ব্যাক ভলির মাধ্যমে যে গোলটি করেন তা ঢাকার মাঠে অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়ে আছে। জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, আলী ইমাম, শহিদুর রহমান সান্টু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমানদের সঙ্গে মাঠ কাঁপিয়েছেন কাজী সাত্তার। তার ছোট ভাই আনোয়ারও ছিলেন দেশের অন্যতম সেরা ফুটবলার। ১৯৮২ সালে আনোয়ার ঢাকা আবাহনীকে নেতৃত্ব দেন।

সর্বশেষ খবর