শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টয়লেটে ফুটবল খেলা

ক্রীড়া ডেস্ক

টয়লেটে ফুটবল খেলা

ফুটবল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যে কোনো সময়ে গোল হয়ে যেতে পারে। ঠিক এমন সময়ে টয়লেটের ভীষণ চাপ পড়ল। দ্রুত ছুটে গেলেন টয়লেটে। কিন্তু দারুণ মুহূর্তটা দেখা গেল না। দর্শকদের এমন কথা চিন্তা করেই রিয়াল মাদ্রিদ নিজেদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে টয়লেটে মিনি টিভি বসানোর পরিকল্পনা নিয়েছে। টয়লেটের ঠিক সামনে স্থাপন করা হবে ছোট্ট একটি টিভি, যেন কেউ ম্যাচের উত্তেজনাকর মুহূর্তগুলো মিস না করে। রিয়াল মাদ্রিদের নতুন স্টেডিয়ামের নকশার ডিজাইনে এমনটাই থাকছে।

২০১৪ সালে ঘোষিত মাদ্রিদের স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধনের কাজ বেশ জোরেশোরেই এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে থাকছে টয়লেটে টিভি। টয়লেট ছাড়াও স্টেডিয়ামের বাইরে ৩৬০ ডিগ্রি ভিডিও স্কিন থাকছে, তার জন্য খরচ হচ্ছে ৪০০ মিলিয়ন ইউরো। তাছাড়া শপিং রুফটফতো থাকছেই। তবে খেলা ছাড়া বাকি সময়ে টয়লেট টিভিতে দেখানো হবে বিজ্ঞাপন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর