রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে স্কুল ফুটবল লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং কে-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘কে-স্পোর্টস স্কুল ফুটবল লিগ -২০১৮’। সিলেটে প্রথমবারের মতো জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই স্কুল লিগে এবার অংশ নিচ্ছে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ২০টি স্কুল। গতকাল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। উদ্বোধনী ম্যাচে সিলেট নগরীর ‘দি এইডেড হাইস্কুল’কে হারিয়ে বিজয়ী হয় ফেঞ্চুগঞ্জ উপজেলার ‘দনারাম উচ্চ বিদ্যালয়’ দল। স্কুল লিগের মতো টুর্নামেন্টে দেশে ফুটবল খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। এখন থেকে প্রতিবছর এমন টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন ক্রীড়া সংস্থারসহ সভাপতি ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

সর্বশেষ খবর