রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এসিসির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ২০২০ সাল পর্যন্ত তিনি এই সংস্থার অভিভাবকের দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে বিসিবির দুই সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও আ হ ম মুস্তফা কামাল এসিসির সভাপতি ছিলেন। এ সভায় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনসহ এসিসির সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক দশকেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে এসিসির এজিএম হলো। বৈঠকে এসিসির ডেভেলপমেন্ট প্ল্যান, ইভেন্ট ও প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে সম্পন্ন হওয়া এশিয়া কাপের সংক্ষিপ্ত একটি প্রেজেনটেশনও ছিল।

এসিসি সভাপতির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পাপন। তিনি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য থাকবে ক্রিকেটে এশিয়ার দেশগুলোকে একত্রিত রেখে খেলাটিকে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। এশিয়ার হাত এখন অনেক শক্তিশালী। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি টেস্ট ও ওয়ানডে মর্যাদা পাওয়া দুটি দেশ আছে এখানে। আমি দীর্ঘদিন ধরে এসিসির সদস্য। আশা করছি, আমার অভিজ্ঞতায় সব সদস্য দেশকে নিয়ে ভালো কিছু করতে পারব।’

সর্বশেষ খবর