সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চালকের আসনে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

চালকের আসনে পাকিস্তান

উইকেট পাওয়ার পর হাসান আলী

টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এবার টেস্টেও জয়ের পথে ছুটে চলেছে তারা। গতকাল তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আর মাত্র ১৩৯ রান করলেই জিততে পারে পাকিস্তান। তৃতীয় দিনের লড়াই শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান। উইকেটে টিকে আছেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ (৮*) এবং ইমাম-উল-হক (২৫*)। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৫৩ রানে অলআউট হলে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করে। এরপর কিউইরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৯ রান সংগ্রহ করে পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দেয়। নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন হেনরি নিকোলস (৫৫) এবং ওয়াটলিং (৫৯)। পাকিস্তানের পক্ষে ৫টি করে উইকেট শিকার করেন হাসান আলি ও ইয়াসির শাহ। হাসান আলি মাত্র ৪৫ রানেই ৫ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে বড় রান সংগ্রহ থেকে বিরত রাখেন। টেস্টের চতুর্থ দিনে ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নামবে পাকিস্তান। অন্যদিকে জিততে হলে এর মধ্যেই ১০টি উইকেট শিকার করতে হবে নিউজিল্যান্ডকে। এই টেস্টে বৃষ্টি না হলে ড্রয়ের আর কোনো সম্ভাবনাই নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর