মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

চমক দেখিয়ে শেষ চারে সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

চমক দেখিয়ে শেষ চারে সুইজারল্যান্ড

ম্যাচের ১৭ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়া দল নিয়ে জয়ের কল্পনা করা বেশ কঠিন। কিন্তু হারিস সেফেরোভিচের মতো হ্যাটট্রিকম্যান যদি খুঁজে পাওয়া যায়! বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে পিছিয়ে পড়া দলকে দারুণ জয় উপহার দিলেন হারিস সেফেরোভিচ। উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গত রবিবার বেলজিয়ামকে ৫-২ গোলে উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। বেলজিয়ামের কেবল একটা পয়েন্ট প্রয়োজন ছিল। ড্র করলেই শেষ চারে খেলা নিশ্চিত। সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর তো সমর্থকরা উৎসবই শুরু করেছিল। কিন্তু সবকিছু বদলে দিলেন হারিস সেফেরোভিচ। ম্যাচের দ্বিতীয় ও ১৭তম মিনিটে গোল করে চমকে দিয়েছিলেন ইডেন হ্যাজার্ডের ছোট ভাই থোরগান হ্যাজার্ড। ক্যারিয়ারে এর আগে কেবল একটা গোল করেছেন তিনি বেলজিয়ামের জার্সিতে। ২৫ বছর বয়সী এই ফুটবলার হ্যাজার্ডের যোগ্য ভাই হিসেবেই নিজেকে প্রমাণ করলেন। কিন্তু বেলজিয়ামের সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-২ গোলে এগিয়ে যায় সুইসরা। ২৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগেজ। এরপর ৩১ ও ৪৪তম মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন হারিস সেফেরোভিচ। দ্বিতীয়ার্ধেও বেলজিয়াম আর ম্যাচে ফিরতে পারেনি। আক্রমণাত্মক ফুটবল খেলে আরও দুটি গোল করে সুইসরা। ৬২তম মিনিটে এলভেদির গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সেফেরোভিচ।

সর্বশেষ খবর