মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এ কেমন হার পাকিস্তানের!

ক্রীড়া ডেস্ক

এ কেমন হার পাকিস্তানের!

জেতা ম্যাচ হেরে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান আব্বাস ও আজহার —এএফপি

ক্রিকেট এমনিতেই অনিশ্চয়তার খেলা। দলটার নাম পাকিস্তান হলে তো কথাই নেই। আরও বেশি অনিশ্চিত হয়ে যায় যে কোনো ম্যাচ। এমনকি টেস্ট ম্যাচে যদি জয়ের জন্য  ২৯ রানের প্রয়োজন হয়। আর হাতে থাকে ৬ উইকেট। এমন ম্যাচেও হেরে যেতে পারে পাকিস্তান। গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এমনই এক ম্যাচে ৪ রানে হেরে গেলেন সরফরাজরা। ২৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে অবিশ্বাসভাবে ম্যাচ হেরে যায় পাকিস্তান। অ্যাজাজ প্যাটেলের জাদুতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্যাটেল একাই পাঁচ উইকেট নিয়ে ব্যবধান গড়ে দিয়েছেন ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে মাত্র ১৭৬ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। কিন্তু তাও সংগ্রহ করতে পারল না তারা। ১৭১ রানে অলআউট। গতকাল ছিল চতুর্থ দিন। নিশ্চিন্তে লক্ষ্যে পৌঁছতে পারতেন সরফরাজরা। কিন্তু উইকেটেই দাঁড়িয়ে থাকতে পারলেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা। অথচ আজহার আলি ৬৫, আসাদ শফিক ৪৫ এবং ইমাম-উল-হক ২৭ রান করে জয়ের ভিতটা ঠিকই গড়ে দিয়েছিলেন। নিউজিল্যান্ডের ১৫৩ রানের বিপরীতে পাকিস্তান ২২৭ রান সংগ্রহ করে অনেকটাই এগিয়ে ছিল। তবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৪৯ রান সংগ্রহ করে। অবশ্য লক্ষ্যটা তারপরও খুব বেশি ছিল না। কিন্তু অ্যাজাজ প্যাটেলের দুরন্ত বোলিং পাকিস্তানকে তিক্ত পরাজয়ের স্বাদ উপহার দেয়। প্যাটেল একাই নেন ৫ উইকেট। এছাড়াও ২টি করে উইকেট শিকার করেন সোধি এবং নেইল ওয়াগনার। দুই ইনিংসে মোট ৭টি উইকেট শিকার করে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন অ্যাজাজ প্যাটেল। ইয়াসির শাহ ৮টি এবং হাসান আলি ৭টি উইকেট শিকার করেও জয় উপহার দিতে পারলেন না পাকিস্তানকে। টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজে শুরুতেই পিছিয়ে গেল তারা। পরের দুই ম্যাচের যে কোনো একটা জিতলেই টেস্ট সিরিজ জিতে বাড়ি ফিরতে পারবে নিউজিল্যান্ড। ২৪ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে দুবাইতে। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় টেস্ট আবুধাবিতে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর