মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

এখনো অপরিহার্য রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

এখনো অপরিহার্য রোনালদো

উরুগুয়ের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় পর্তুগাল। এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে কোচ ফার্নান্দো সান্তোস দৃঢ় কণ্ঠেই বলেছেন রোনালদো এখনো পর্তুগালের অপরিহার্য ফুটবলার। ও মাঠে থাকলে অন্যদের মনোবল থাকে তুঙ্গে। জুভেন্টাসে খেলা এই ফরোয়ার্ডকে ছাড়া এরই মধ্যে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। শনিবার সান সিরেয়েতে এই লিগে গ্রুপ ম্যাচে ইতালির সঙ্গে ড্র করে তারা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদো প্রসঙ্গ উঠে। কোচ সান্তোষকে জিজ্ঞাসা করা হয় রোনালদো জাতীয় দলে আর খেলবেন কি না। প্রশ্নটা শুনে বিরক্ত হয়ে উঠেন কোচ। এমনকি আসন ছেড়ে চলেও যেতে যাচ্ছিলেন। পরে শান্ত হয়ে বলেন, এই ধরনের প্রশ্ন উঠবে কেন? রোনালদো কি কখনো ঘোষণা দিয়েছেন তিনি পর্তুগালের জাতীয় দলে খেলবেন না। অবশ্যই ফিরে আসবেন। আমার প্রয়োজন অনুভব করছি। বিশ্রামে থাকা আর অবসর নেওয়া এক কথা নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর