বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বার্সা শিবিরে ইনজুরি

ক্রীড়া ডেস্ক

বার্সা শিবিরে ইনজুরি

সুয়ারেজ

একের পর এক ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে পড়ছেন বার্সা তারকারা। এই তালিকায় এবার যোগ দিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজও। গত ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে পুরো সময় খেলেছেন তিনি। কিন্তু ম্যাচের পরই ডান হাঁটুতে সমস্যা ধরা পড়ে সুয়ারেজের। এছাড়াও বার্সেলোনার ডাচ গোলরক্ষক সিলেসেন উরুতে আঘাত পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন। হাঁটুর সমস্যায় ভুগছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহাও। সার্জিও রবার্তো হ্যামস্ট্রিংয়ের সমস্যায় আক্রান্ত। অথচ এই সমস্যা আক্রান্ত দল নিয়েই ১০ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলতে নামবে কাতালানরা।

আজ ভালভার্দের শিষ্যরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ডাচ ক্লাব পিএসভি এইনঢোভেনের। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনার সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আজ জিতলেই বি গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে যাবে কাতালানরা। বি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে টটেনহ্যাম-ইন্টার মিলান। ৭ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান দুইয়ে এবং টটেনহ্যাম ৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমার-কাভানিদের নিয়ে গড়া অন্যতম ফেবারিট দল ফরাসি ক্লাব পিএসজির সামনে শেষ সুযোগ। লিভারপুলের মুখোমুখি হচ্ছে তারা নিজেদের মাঠে। অবশ্য এই ম্যাচে নেইমার ছাড়াও এমবাপ্পেকে দলে পাচ্ছে না পিএসজি। সি গ্রুপে চার ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে ইতালিয়ান ক্লাব নেপোলি। লিভারপুলের সংগ্রহও ৬ পয়েন্ট। পিএসজি ৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। আজ নেপোলি নিজেদের ম্যাচে রেড স্টারের বিপক্ষে জিতলে এবং পিএসজিকে জিততেই হবে লিভারপুলের বিপক্ষে। হারলেই সুযোগ হারাবেন নেইমাররা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য সেক্ষেত্রে এবারেও পূরণ হবে না ফরাসি চ্যাম্পিয়নদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ এ গ্রুপের ম্যাচে মাঠে নামছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলই ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ডর্টমুন্ডের প্রতিপক্ষ আজ ক্লাব ব্রুগ। অন্যদিকে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ মোনাকো। ডি গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে পোর্তো-শালকে এবং গ্যালাটাসারি-লুকোমোটিভ মস্কো। এই গ্রুপে পোর্তো ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। শালকে ৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর