শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আর্সেনালের টানা ১৮

ক্রীড়া ডেস্ক

আর্সেনালের টানা ১৮

আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের সঙ্গে সঙ্গেই যেন আর্সেনালের গতিপথ বদলে গেল! উনাই আমেরি দলের দায়িত্ব নিয়ে একের পর এক জয়ের পথে পরিচালিত করছেন দলকে। সব প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচ খেলে অপরাজিত গানাররা। গত বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইউক্রেনিয়ান ক্লাব ভোরসক্লা পোলটভাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গানারদের পক্ষে একটি করে গোল করেন এমিল স্মিথ, আরুন রামসি এবং জো উইলক। এই জয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পৌঁছে গেল আর্সেনাল। এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগালের স্পোর্টিং সিপিও। তারা গত বৃহস্পতিবার ৬-১ গোলে হারিয়েছে আজারবাইজানি ক্লাব ক্যারাবাগকে। এদিকে উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি এবং ইতালিয়ান ক্লাব এসি মিলান। এফ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গের ক্লাব ডুডেল্যাঞ্জকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। ইতালিয়ান জায়ান্টদের পক্ষে গোল করেছেন প্যাট্রিক, হাকান ও ফ্যাবিও বরিনি। এ ছাড়াও এসি মিলানের পক্ষে দুটি আত্মঘাতী গোল করেন ডুডেল্যাঞ্জের স্টিলভিও রোসা ও টম। এই জয়ে নকআউট খেলা অনেকটাই নিশ্চিত করে নিল এসি মিলান। শেষ ম্যাচে গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের বিপক্ষে পরাজয় এড়াতে পারলেই হবে। এফ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস। এসি মিলান ১০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এ ছাড়াও তিনে থাকা অলিম্পিয়াকসের সংগ্রহ ৭ পয়েন্ট। ইংলিশ ক্লাব চেলসি ইউরোপা লিগে টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্রিক ক্লাব পাওককে। চেলসির পক্ষে দুটি গোল করেছেন ফরাসি তারকা অলিভিয়ের গিরদ। এ ছাড়াও একটি করে গোল করেছেন হাডসন এবং আলবারো মোরাতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর