শিরোনাম
শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যাটিং সহায়ক উইকেট : বিশু

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে খেলা শেষ হয়ে গিয়েছিল মাত্র আড়াই দিনে। কিন্তু ঢাকায় তেমন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানালেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশু।

প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রান করেছে বাংলাদেশ। অভিষিক্ত সাদমান খেলেছেন ৭৬ রানের ইনিংস। সাকিব অপরাজিত রয়েছেন ৫৫ রানে। ৩১ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল শেষ বিকালে কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি ক্যারিবীয় বোলাররা। তাই বিশুর দাবি, ঢাকার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো, ‘আগের উইকেটের চেয়ে এই উইকেট বেশ ভালো। যদিও কিছুটা ধীর, তবে অনেকটাই ফ্ল্যাট। ব্যাটিংয়ের জন্য এটি ভালো। দেখা যাক কতক্ষণ পর্যন্ত এমন থাকে। দিনশেষে আমাদের আরও দুটি উইকেট নেওয়া দরকার ছিল।’

তবে প্রথম দিনের পর উইকেট কেমন থাকবে তা নিয়েও সংশয় আছে বিশুর মনে। উইকেট যেমনই হোক ব্যাটিং দৃঢ়তা দেখাতে হবে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। এই স্পিনারের দাবি, ‘প্রথম দিন উইকেট খেলার জন্য বেশ ভালো থাকবে। কিন্তু দেখতে হবে তৃতীয় দিনের বিকাল থেকে কেমন যায়। উইকেট যেমনই আচরণ করুক, আমাদের উপযুক্ত ব্যাটিং দেখাতে হবে। ম্যাচ জেতার জন্য আমাদের খেলতে হবে। এখনো সামনে লম্বা পথ বাকি, কিন্তু আমাদের কী করতে হবে সে বিষয়ে আমরা মনোযোগী। স্পিনারদের বিরুদ্ধে আমাদের যথাযথভাবে ব্যাটিংয়ের পথ খুঁজে বের করতে হবে।’

সর্বশেষ খবর