রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জামালের গোল, সাইফের জয়

ক্রীড়া প্রতিবেদক

জামালের গোল, সাইফের জয়

ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো স্বাধীনতা কাপের। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ১০ম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি। ফেডারেশন কাপেও দুদল একই গ্রুপে খেলেছিল। সেবার জিতেছিল সাইফ। টিম বিজেএমসির সামনে ছিল প্রতিশোধের মিশন। কিন্তু সাইফের সঙ্গে পারল না তারা। আবারও পরাজয়টাই সঙ্গী হলো টিম বিজেএমসির। ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়াই করতে থাকে দুদল। আসরের অন্যতম ফেবারিট সাইফের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিল বিজেএমসি। প্রতিশোধের নেশা ছিল তাদের লড়াইয়ে। কিন্তু প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। এমনকি দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও সুযোগ পেয়েও বার বার ব্যর্থ হয় দুদল। দুদলের সমর্থকরা জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। ড্রকেই বিধিলিপি ধরে নিয়েছিল সবাই। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে গোল করে সাইফ স্পোর্টিং ক্লাবের জয় নিশ্চিত করেন জামাল হোসেন ভুইয়া। এই জয়ে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেল সাইফের। পরের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ড্র করলেই চলবে তাদের। অবশ্য এর আগে টিম বিজেএমসি আরামবাগকে হারালে পরের ম্যাচ পর্যন্তও অপেক্ষা করতে হবে না সাইফকে। এদিকে স্বাধীনতা কাপে আজ সি গ্রুপের খেলায় আবাহনী লিমিটেডের মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ। মৌসুমের প্রথম শিরোপা জিতে এরই মধ্যে ফেবারিটের শীর্ষ আসনে বসেছে আবাহনী লিমিটেড। ডি গ্রুপের ম্যাচে আজ বসুন্ধরা কিংস মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। নতুন দল হিসেবে ফেডারেশন কাপের ফাইনাল খেলে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বসুন্ধরা কিংস। মৌসুমের দ্বিতীয় এই টুর্নামেন্টেও ফেবারিটের তকমাধারী বসুন্ধরা কিংস। অবশ্য তাদেরকে খেলতে হচ্ছে গ্রুপ অব ডেথে। ডি গ্রুপের অপর দল শেখ রাসেল ক্রীড়া চক্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর