সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এই বিজয় নিঃসন্দেহে স্পেশাল : সাকিব

ক্রীড়া প্রতিবেদক

২০০৯ সালে ক্যারবীয় দ্বীপে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে  হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তখনো বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এবার দেশের মাটিতে হোয়াইটওয়াশ করার সময় বাংলাদেশ দলের দায়িত্ব তার কাঁধে। সেবার অধিনায়ক মাশরাফির ইনজুরির কারণে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ  পেয়েছিলেন। আর এই সিরিজে ইনজুরি থেকে সদ্য ফিরেই ক্যারিশম্যাটিক পারফর্ম করেছেন। সিরিজ সেরার পুরস্কারও  পেয়েছেন।

তবে সাকিব মনে করেন সেই সিরিজের তুলনায় এই সিরিজ জয় অনেক বেশি স্পেশাল, ‘ওটা ছিল আমাদের কোনো কিছুর শুরু, আর এটা আমাদের উন্নতির যে ধারা আছে সেটা  যে অব্যাহত আছে তার রূপ। এই অর্জনটা অনেক বড়। এর  বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত আমরা কাউকে ফলো অনে ফেলতে পারলাম। যে কোনো দেশের সঙ্গে যে কোনো অবস্থায় জয়টা অনেক বড় ব্যাপার। তারপরও আমাদের উপরের র‌্যাঙ্কিংয়ের কোনো দেশের সঙ্গে এমন রেজাল্ট করি নাই। সেই দিক থেকে এটা অনেক বেশি স্পেশাল। সেখানে যখন শুরুটা করেছি, ওই সিরিজটি আমাদের ক্রিকেটের টার্নিং পয়েন্ট ছিল প্লাস আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে  হোয়াইটওয়াশ করি প্রথমবারের মতো, আমাদের ইমপ্রুফমেন্টের যে ধারা, আমাদের বিশ্বাস তৈরি হওয়ার জন্য বড় ভীত তৈরি করে দিয়েছে এই দুটা সিরিজ।’

কিছুদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন সাকিব টেস্ট খেলতে চায় না! গতকাল জয়ের পর বিশ্বসেরা অলরাউন্ডার জানালেন তিন ফরম্যাটের মধ্যে তার নাকি টেস্ট জয়টাই বেশি ভালো লাগে। সাকিব বলেন, ‘টেস্টটা শুরু হওয়ার আগে সবচেয়ে কষ্ট লাগে। টেস্ট জিতে  গেলে সবচেয়ে আরাম লাগে। কালকেই ড্রেসিংরুমে বলছিলাম, টেস্ট জেতার যে মজা, যে সন্তুষ্টি সেটা অন্য  কোনো ফরম্যাটে নেই। বড় বড় ম্যাচ তো জিতেছি (ওয়ানডে ও টি-২০তে) কিন্তু ওই মজাটা তো টেস্টের মতো লাগে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর