মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেষ আটের পথে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

শেষ আটের পথে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল আর্জেন্টিনা। গতকাল ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে পুল ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। পরের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে পরাজয় এড়াতে পারলেই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

হকির র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ২ নম্বরে এবং নিউজিল্যান্ড ৯ নম্বরে অবস্থান করছে। র‌্যাঙ্কিংয়ের পার্থক্যটা খেলাতেও দেখিয়ে দিল আর্জেন্টিনা। অবশ্য শুরুর দিকে সমানতালে খেলেছে নিউজিল্যান্ডও। তবে আগের ম্যাচে স্পেনের বিপক্ষে দুই গোল করা মাজিল্লি ২৩তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড। ৪১তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন লুকাস ভিলা। এরপরই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের শেষদিকে আরও একটা গোল করে বড় জয় নিশ্চিত করেন মার্টিনেজ।

এদিকে পুল ‘এ’র অপর ম্যাচে গতকাল ১-১ গোলে ড্র করেছে স্পেন-ফ্রান্স। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ক্লেমেন্টের গোলে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। তবে ৪৮তম মিনিটে ইগলেসিয়াসের গোলে সমতায় ফিরে স্প্যানিশরা। এই ড্রয়ে দুই দলেরই কোয়ার্টার ফাইনাল খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল। প্রথম ম্যাচে স্পেন ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনার কাছে। ফরাসিরা ২-১ গোলে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে।

 

সর্বশেষ খবর