বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেমিতে কে কার প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক

সেমিতে কে কার প্রতিপক্ষ

আগেই ঠিক হয়ে গিয়েছিল উয়েফা নেশন্স লিগে শেষ চারে খেলবে কারা? কিন্তু সেমিফাইনালে কে হবে কার প্রতিপক্ষ তা ঝুলে ছিল। মঙ্গলবার রাতে তা নির্ধারিত হয়ে গেল ড্রর মাধ্যমে। আগামী বছরে ৫ জুন এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পর্তুগাল ঘরের মাঠে লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। ৬ জুন নেদারল্যান্ডস নিজ মাঠে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে।

ফাইনাল হবে ৯ জুন। দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানির গ্রুপে পড়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিতে জায়গা করে নেয় তিনবার বিশ্বকাপের রানার্স আপ দল নেদারল্যান্ডস।

অন্যদিকে রাশিয়া বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া ও ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টপকে শেষ চারে খেলছে ১৯৬৬ সালে বিশ্বজয়ী ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামকে পেছনে ফেলে সেমির টিকিট পেয়ে যায় সুইজারল্যান্ড। অথচ রাশিয়া বিশ্বকাপে সুইসরা দ্বিতীয় রাউন্ড খেলেই বিদায় নেয়। চারবার বিশ্বজয়ী ইতালিকে টপকে শেষ চারে খেলছে ক্রিস্টিয়ানো রোনালদোহীন বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড ও বেলজিয়ামই এ আসরে সেমিতে টিকেট পেয়েছে

দুই সেমিফাইনাল

৫ জুন, পর্তুগাল : সুইজারল্যান্ড

৬ জুন, নেদারল্যান্ডস : ইংল্যান্ড

৯ জুন, সেমিতে জয়ী দুই দল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর