বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজহারের ব্যাটে পাকিস্তানের লড়াই

ক্রীড়া ডেস্ক

আজহারের ব্যাটে পাকিস্তানের লড়াই

ব্যাটিংয়ের শুরুতেই বিপদে পড়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে দুই ওপেনার ডাবল ফিগারে পৌঁছার আগেই সাজঘরে ফিরে যান। তবে আজহার আলীর হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৩৯ রান। নিউজিল্যান্ডের চেয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে তারা। আজহার আলী ৬২ রানে অপরাজিত। ২৬ রানে ব্যাট করছেন আসাদ শফিক। গতকাল দুই উইকেট পতনের পর হারিস সোহেলকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন আজহার আলী। তাদের জুটিতে আসে ৬৮ রান। টিম সাউদির বলে আউট হওয়ার আগে ৩৪ রান করেছেন হারিস। চতুর্থ উইকেটে আসাদকে নিয়ে আবারও লড়াই জমিয়ে তোলেন আজহার। দিন শেষে তাদের জুটিতে এসেছে অপরাজিত ৫৪ রান। কিউই বোলার বোল্ট ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট। গতকাল সকালে আগের দিনের ২২৯/৭ নিয়ে ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু পাকিস্তানের বোলার বিলাল আসিফ ও ইয়াসির শাহর ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় ব্লাক ক্যাপসরা। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন বিজে ওয়াটলিং। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৭৭ রানে। অন্যপ্রান্তে একের পর উইকেট পতনে নিউজিল্যান্ড আটকে যায় ২৭৪ রানেই। আসিফ ৬৫ রানে নিয়েছেন ৫ উইকেট এবং ইয়াসির শাহ ৭৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দিন শেষ সংবাদ সম্মেলনে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ।

 নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টই তার শেষ ম্যাচ। এরপর আর সাদা পোশাকে দেখা যাবে না এই তারকা ব্যাটসম্যানকে। মিডিয়াকে তিনি বলেছেন, ‘আমি মনে করি আমার সময় শেষ। সে কারণেই অবসরের ঘোষণা দিয়েছি। টেস্ট ক্রিকেটে হাফিজের অভিষেক হয়েছিল ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে করাচি টেস্টে। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে তিনি ৩ হাজার ৬৪৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে ১২টি হাফ সেঞ্চুরি করেছেন।

সর্বশেষ খবর