বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেস্টের অভিজ্ঞতা ওয়ানডেতে কাজে লাগাতে চায় উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

টেস্টের অভিজ্ঞতা ওয়ানডেতে কাজে লাগাতে চায় উইন্ডিজ

টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনারদের কাছেই কুপোকাত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টে ক্যারিবীয়দের ৪০ উইকেটের সব কটি নিয়েছেন স্পিনাররা। তাই ওয়ানডে সিরিজে স্পিনারদের মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজের অভিজ্ঞতা ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান সাই হোপ বলেন, ‘বাংলাদেশে যে বল বেশি ঘুরবে এটা সবাই জানে। তারপরও খেলার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওয়ানডে উইকেটের পিচ কেমন হবে।  আমি নিশ্চিত তারা টেস্ট সিরিজের অভিজ্ঞতা ওয়ানডে স্কোয়াডে কাজে লাগাবে এবং খেলার একাদশ গঠন করবে। কিন্তু যেটাই তারা আমাদের দিকে ছুঁড়ে দিক সেসব দূরে রেখে আমাদের প্রস্তুত হতে হবে। তবে ভিন্ন ধরনের উইকেটও হতে পারে। তাই সব কিছু সম্পর্কেই আমাদের ধারণা থাকতে হবে। উইকেট যেমনই হোক আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ খবর