শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইমার্জিং টাইগারদের হার

ক্রীড়া প্রতিবেদক

বোলিংয়ের পর ব্যাটিং। প্রাণহীন পারফরম্যান্সে ইমার্জিং কাপে সূচনাটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের কাছে। বোলারদের পর ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের খেসারত গুনেছে ইমার্জিং দল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৯৭ রানের বড় ব্যবধানে হেরে। করাচিতে আট জাতির টুর্নামেন্টে গতকাল বাংলাদেশ মুখোমুখি হয়েছিল মধ্যপ্রাচ্যের দল এএই-এর বিপক্ষে। মধ্যপ্রাচ্যের দলটির জাতীয় দল খেলেছে এবং বাংলাদেশের খেলেছে মূলত অনূর্ধ্ব-২৩। তবে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম সুহাস, সৈয়দ খালেদ ও মিজানুর রহমান ছিলেন একুট বেশি বয়সের। প্রথমে ব্যাট করে আমিরাত ৫০ ওভারে ২৭০ রান করে। দুই ওপেনার আশফাক আহমেদ ও রোহান মোস্তফা যোগ করেন ১০২ রান। অধিনায়ক রোহান করেন ৪০ রান। ওপেনার আশফাক ১৬ চার ও ১ ছক্কায় করেন ৯৩ বলে ৯৮ রান। সাব্বির ৫২ ও শাইমান ৩৪ রান করলে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ২৬৭ রান। ইমার্জিং টাইগারদের পক্ষে বাঁ হাতি পেসার শরীফুল ৫৫ রানে ৪টি, খালেদ ৬৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২৬৮ রানের টার্গেটে খেলতে নেমে সোহান বাহিনীর ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে সাজঘরে ফিরতে থাকে আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে। হায়দার ও রাজার সাঁড়াশি আক্রমণে ৩৬.৫ ওভারে গুটিয়ে যায় ১৭০ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মিজানুর রহমান। আজ সোহানরা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন হংকংয়ের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর