রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লিড নিয়েছে কোহলিরা

অ্যাডিলেড টেস্ট

ক্রীড়া ডেস্ক

লিড নিয়েছে কোহলিরা

অস্ট্রেলিয়ার উইকেট পতনের পর ভারতের অধিনায়ক কোহলির উল্লাস —এএফপি

প্রথম ইনিংসে ভারত মাত্র ২৫০ রানে অল আউট হয়ে যায়। অনেকে তাই ভেবেছিলেন অ্যাডিলেড টেস্ট স্বাগতিক অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থানে থাকবে। ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত যে চেহারা। তাতে চালকের আসনে ভারতই বলা যায়। ২৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া লিড না নিয়ে বরং পিছিয়ে থাকে। প্রতিপক্ষের মারাত্মক বোলিংয়ের সামনে অসি ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। ২৩৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বিপর্যয় কাটিয়ে ভারত ভালোই জবাব দিচ্ছে। ৩ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছেন কোহিলিরা। ইতিমধ্যেই তারা ১৬৬ রানের লিড নিয়েছে। লোকেশ রাহুল ও মুরালি বিজয় উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগের পর বোঝা যাচ্ছিল দ্বিতীয় ইনিংসটা আর প্রথম ইনিংসের মতো হবে না। তবে রাহুল ৪৪, বিজয় ১৮ ও অধিনায়ক বিরাট কোহলি ৩৪ করে সাজঘরে ফেরত যান। দলীয় ৬৩ রানে মুরালি আউট হওয়ার পর ১৩ রান যোগ করে ক্রিজ ছাড়েন রাহুল। দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর ভারত কিছুটা বিপাকে পড়ে যায়। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান চেতেশ্বর পুজারাকে নিয়ে কোহলি স্বাচ্ছন্দে খেলতে থাকেন। ৭১ রানের জুটির সাজঘরের পথ ধরেন কোহলি। লিয়নে বলে তিনি ধরা পড়েন ফিঞ্চের হাতে। দুর্ভাগ্য কোহলির তৃতীয় দিনের একেবারে শেষের দিকে কোহলি আউট হন। পুজারা ৪০ ও অজিঙ্কা রাহানে ১ রান করে ক্রিজে টিকে আছেন। ৭ উইকেটে ১৯১ রান দিয়ে দিন শুরু অস্ট্রেলিয়ার। অশ্বিন-বুমরার মারাত্মক বোলিংয়ে তারা বেশি দূর যেতে পারেনি। বুমরা ৪৭ ও অশ্বিন ৫৭ রানে ৩টি করে উইকেট তুলে নেন।

ইশান্ত শর্মা ৪৭ ও মো. সামি ৫৮ রানে ২টি করে উইকেট পান। চালকের আসনে আপাতত ভারতই রয়েছে। সেই দৃশ্য আবার পাল্টে যেতে পারে। এজন্য দরকার দ্রুত প্রতিপক্ষের ৭ উইকেট ফেলে স্বাগতিক ব্যাটসম্যানদের জ্বলে ওঠা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর