সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এসিসি ইমার্জিং কাপে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। এই জয়ে বি গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অবশ্য আগেই টানা দুই ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন মোসাদ্দেক। এছাড়াও জাকির হাসান ৬৯, ইয়াসির আলি ৫৬ এবং নাজমুল হাসান শান্ত ৪৯ রান করেন। পাকিস্তানের পক্ষে খুশদিল ৩টি ও মোহাম্মদ মুসা ২টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ৪৬.৫ ওভারে মাত্র ২২৫ রান করতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন খুশদিল। এছাড়াও জিশান ৪৭ ও রিজওয়ান ৪৬ রান করেন। বাংলাদেশের পক্ষে নাঈম হাসান ৩টি উইকেট পান।

সর্বশেষ খবর