মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অ্যাডিলেড জয় করল কোহলির ভারত

ক্রীড়া ডেস্ক

অ্যাডিলেড জয় করল কোহলির ভারত

চার বছর আগে ২০১৪ সালে অধিনায়ক বিরাট কোহলির অভিষেক হয়েছিল অ্যাডিলেডে। সেই অ্যাডিলেডেই নতুন কীর্তি গড়লেন কোহলি। ৭০ বছরের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট জেতার বিরল কৃতিত্ব গড়েছে ভারত। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ১২ সফরে অ্যাডিলেডে ৩১ রানের জয় ষষ্ঠ। বর্তমান বিশ্ব ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান কোহলি উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ায়ও টেস্ট জিতলেন। অধিনায়ক হিসেবে মোহাম্মদ আজহারউদ্দীন, সৌরভ গাঙ্গুলী, কপিল দেব, রাহুল দ্রাবিড়, ইমরান খান, ওয়াসিম আকরামদের কেউই তিন দেশে টেস্ট জিততে পারেননি। সেই বিরল কৃতিত্ব দেখাছেন কোহলি। ৩২৩ রানের টার্গেটে স্বাগতিক অস্ট্রেলিয়া চতুর্থদিন শেষ করেছিল ৪ উইকেটে ১০৪ রান নিয়ে। গতকাল অবশিষ্ট ৬ উইকেট তুলে নিতে মোহাম্মদ শামী, ঈশান্ত শর্মা, জশপ্রীত বুমরাহ, রবীচন্দন অশ্বিনরা সাঁড়াশি আক্রমণ শুরু করেন। তাদের চতুষ্টয় আক্রমণে ২৯১ রানে গুটিয়ে চার টেস্ট ম্যাচ সিরিজে হেরে যায় প্রথমটি। ২০০৮ সালে অনীল কুম্বলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবারের মতো টেস্ট জিতেছিল ভারত। এবার কোহলির নেতৃত্বে জিতল এবং সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত। অধিনায়ক হিসেবে কোহলি ইংল্যান্ডের মাটিতে ট্রেন্টব্রিজে এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জিতেছিল টেস্ট। অ্যাডিলেডে ভারতের ৩১ রানে ঐতিহাসিক জয়ের নায়ক চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে ১১৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭১ রান করে ম্যাচসেরা হন। সিরিজের দ্বিতীয় টেস্ট পার্থে ১৪ ডিসেম্বর শুরু।

 

 

 

সর্বশেষ খবর