বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লিটন বাইশগজে ফেরায় স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

লিটন বাইশগজে ফেরায় স্বস্তি

লিটন কুমার দাসকে মাঠের বাইরে নিয়ে আসা হয় স্ট্রেচারে। দৃশ্যটি দেখেই হয়তো আতঙ্কিত হয়ে পড়েছিলেন টাইগার ভক্তরা। ক্যারিবীয় পেসার ওশেন থমাসের বল যেভাবে লিটনের ডান পায়ের অ্যাঙ্কেলে আঘাত করেছিল, মনে হচ্ছিল হয়তো সিরিজ থেকেই ছিটকে পড়তে যাচ্ছেন টাইগার ওপেনার। মাঠ থেকে বাইরে নিয়ে এসে দ্রুত লিটনকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয় স্থানীয় এক ক্লিনিকে। সঙ্গে সঙ্গে এক্স-রে করে জানা যায়, পায়ের গোড়ালিতে কোনো চিড় ধরেনি।

তারপর ক্লিনিক থেকে আবার মাঠে ফেরেন লিটন। তারপর ব্যাট হাতে বাইশগজে নামায়? দলে স্বস্তি ফিরে আসে। যদিও নিজের ইনিংসকে বড় করতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। ৫ রান করার পর চোট পেয়েছিলেন, ফিরে এর সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন। লিটন ইনিংসের দ্বিতীয় ওভারে থমাসের বল স্কয়ার লেগে খেলতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। লেগ স্ট্যাম্পের বাইরের বল টাইমিং না হওয়ায় সরাসরি লেগে যায় তার পেছনের পায়ের গোড়ালিতে। তীব্র ব্যথায় উঠে দাঁড়াতেই পাচ্ছিলেন না। তারপর মাঠ থেকে সোজা ক্লিনিকে পাঠানো হয় লিটনকে। পরে বিসিবি থেকে নিশ্চিত করা হয়, তার ইনজুরি গুরুত্বর নয়। লিটনের পুনরায় মাঠে ফিরলে শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকরা তাকে করতালি দিয়ে অভিবাদন জানান। কিন্তু বড় ইনিংস খেলতে না পারলেও এই ওপেনার যে ইনজুরিতে পড়েননি এই খবরটাই অনেক স্বস্তিদায়ক। কেন না আগামী বিশ্বকাপের জন্য ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী হিসেবেই যে তাকে নিয়েই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ খবর