বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বার্সার সঙ্গী টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক

পয়েন্ট আর গোল ব্যবধান, দুটোই সমান। তারপরও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপ থেকে ইন্টার মিলানকে টপকে নকআউট পর্বে বার্সেলোনার সঙ্গী হয়েছে ইন্টার মিলান। হেড-টু-হেড গোলে এগিয়ে আছে টটেনহ্যাম। ইন্টারের মাটিতে টটেনহ্যাম একটা গোল করেছিল। ওই গোলটাই বাঁচিয়ে দিল হ্যারি কেইনদের। বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে উঠে এসেছে টটেনহ্যামরা। এই ড্রয়ে দারুণ একটা সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। ডাচ ক্লাব পিএসভি এইনঢোভেনের বিপক্ষে জিতলেই হতো। কিন্তু পিএসভির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান। এদিকে ওসমান ডেম্বলের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়া বার্সেলোনার জয়োৎসব থামিয়ে দেন লুকাস মৌরা। ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে টটেনহ্যামকে এক পয়েন্ট উপহার দেন মৌরা।

এই ড্রয়ে একটা দারুণ রেকর্ড স্পর্শ করল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টানা ২৯ ম্যাচ অপরাজিত কাতালানরা। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকেই নিজেদের মাঠে কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা। সর্বশেষ তারা হেরেছিল ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে (৩-১)। এরপর থেকেই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে অপরাজিত বার্সা। বি গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছেন মেসিরা। ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। টটেনহ্যাম ও ইন্টারের সংগ্রহ ৮ পয়েন্ট করে। গোল ব্যবধানও -১ করে। তবে ইন্টারের মাঠে একটা গোল করার কারণেই নকআউট পর্বে খেলার সুযোগ পেল টটেনহ্যাম।

সর্বশেষ খবর