রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লড়াই করছেন কোহলি রাহানে

ক্রীড়া ডেস্ক

শুরুতেই ভারতীয় ব্যাটিংকে জোর ধাক্কা দেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলওড। দুই অসি বোলারের গতি ও সুইংয়ে বোকা বনে স্কোর বোর্ডে ৮ রান জমা হতেই সাজঘরে ফিরেন দুই ভারতীয় ওপেনার মুরলি বিজয় ও লোকেশ রাহুল। দুই ওপেনারের বিদায়ে মনে হচ্ছিল পার্থের উইকেটের বাউন্স ও গতিকে সামাল দিতে পারবে না ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে হিমালয়সম দৃঢ়তায় বিপর্যয় রোধ করে দ্বিতীয় দিন পার করেন। স্বাগতিক পেসারদের গতি, সুইং ও বাউন্সের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে ৩ উইকেটে ১৭২ রান লিখেন স্কোর বোর্ডে। দুজনেই আবার তুলে নেন হাফসেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩২৬ রানে।

চার টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এরই মধ্যে এগিয়ে রয়েছে ভারত। অ্যাডিলেড টেস্টের আÍবিশ্বাস নিয়ে কোহলিরা খেলতে নামেন চার পেসার নিয়ে। প্রথম দিন সমানে সমান লড়াই করেন স্বাগতিকদের বিপক্ষে। গতকাল ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে স্কোর বোর্ডে আরও ৪৯ রান যোগ করে টিম পেইনের দল। ঈশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া শেষ ৪ উইকেট হারায় মাত্র ১৬ রানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর