মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ছিলেন উইকেটশূন্য। চেয়ে চেয়ে দেখেছেন ঈশান্ত যাদব, উমেশ যাদব, জাশপ্রীত বুমরাহদের উইকেট শিকার। উইকেট না পাওয়ার ব্যথা ভুলেছেন দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং করে। পার্থের হার্ড ও বাউন্সি উইকেটে শামী অসাধারণ বোলিং করে তিনশ’র নিচে বেধে ফেলেছেন স্বাগতিক অস্ট্রেলিয়াকে। শুধু ক্যারিয়ার সেরা বোলিংই করেননি, এক বছরে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন শামী। তার রেকর্ড গড়া দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১১২ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। সাজঘরে ফিরে গেছেন ওপরের সারির সব ব্যাটসম্যান।

জয়ের অবিশ্বাস্য কা  গড়তে আজ ভারতকে আরও ১৭৬ রান করতে হবে হাতে ৫ উইকেট নিয়ে।    

আগের দিন সোমবার ৪ উইকেটে ১৩২ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৪৩ রানে থেমে যায় শামীর আগ্রাসী বোলিংয়ে। শামী ক্যারিয়ার সেরা বোলিং করেন ৫৬ রানে ৬ উইকেট নিয়ে। অসিদের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন উসমান খাজা।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৩২৬ ও দ্বিতীয় ইনিংস, ২৪৩/১০, ৯৩.২ ওভার ( ফিঞ্চ ২৫, খাজা ৭২, পেইন ৩৭, স্টার্ক ১৪, হ্যাজলওড ১৭*। ঈশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬)।

ভারত : প্রথম ইনিংস, ২৮৩ ও দ্বিতীয় ইনিংস, ১১২/৫, ৪১ ওভার ( বিজয় ২০, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৪*, পান্ত ৯*। স্টার্ক ১/২৮, হ্যাজলওড ২/২৪, লিওন ২/৩০)

সর্বশেষ খবর