মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফুটবল-হকির যুগপৎ সেরা বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে এর আগেও শীর্ষস্থান দখল করেছে বেলজিয়াম। ২০১৬ সালের বেশিরভাগ সময়ই তারা ছিল শীর্ষে। দীর্ঘদিন পর আবারও শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। তবে কেবল ফুটবলেই নয়, হকিতেও এখন শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। বর্তমান ক্রীড়া জগতের সেরা দুই খেলায় একই সঙ্গে শীর্ষে উঠার বিরল গৌরব অর্জন করল মধ্য ইউরোপের ছোট্ট এক দেশ।

৩০ হাজার ৫২৮ বর্গকিলোমিটারের এক ছোট্ট দেশ বেলজিয়াম। জনসংখ্যা ১১ মিলিয়নের কিছু বেশি। গত রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বেলজিয়াম। ব্রাজিলকে বিদায় করেছে কোয়ার্টার ফাইনাল থেকে। তবে সেমিফাইনালে হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে। এরপরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। ফিফা র‌্যাঙ্কিংয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ফ্রান্সের চেয়ে এগিয়ে আছে তারা। ফুটবলে হতাশ হলেও হকিতে ভক্তদের হতাশ করেনি বেলজিয়াম। ইডেন হ্যাজার্ডরা পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল। কিন্তু সেমিফাইনালে গিয়ে হেরে যায়। অন্যদিকে হকি বিশ্বকাপে তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। অবশ্য ফুটবল ও হকি র‌্যাঙ্কিংয়ে খুব একটা এগিয়ে নেই তারা। হকিতে দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার (২১১৮) চেয়ে মাত্র ১৫ পয়েন্টে এগিয়ে আছে বেলজিয়াম (২১৯৬)। অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ফ্রান্সের (১৭২৬) চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে বেলজিয়াম (১৭২৭)।

সর্বশেষ খবর