শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর ভূমিকায় বেলে

ক্রীড়া ডেস্ক

রোনালদোর ভূমিকায় বেলে

ফিফা ক্লাব বিশ্বকাপে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ওয়েলসিয়ান তারকা গেরেথ বেলের হ্যাটট্রিকে সেমিফাইনালে সহজেই জাপানি ক্লাব কাশিমা অ্যান্টলারসকে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। বুধবার ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো দল থেকে বিদায় নেওয়ার পর ভালোভাবেই সামলে নিলেন গেরেথ বেলে। ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের গত দুইটা ফাইনালে রোনালদোই ছিলেন নায়ক। এর মধ্যে ২০১৬ সালের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। পর্তুগিজ এই তারকা রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর বেলের ওপর দায়িত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। মাঝে মধ্যে তিনি নিজেকে রোনালদোর বিকল্প হিসেবে প্রমাণও করে দেন। বুধবার যেমনটা করলেন। মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন গেরেথ বেলে। দ্বিতীয়ার্ধের ৫৩ ও ৫৫ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৮ মিনিটে সোমা ডুই একটা গোল করে কাশিমা অ্যান্টলারসের পরাজয়ের ব্যবধান কমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর