বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অপেক্ষায় বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

অপেক্ষায় বিপিএল

নভেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএলের। রাজনৈতিক কারণে পিছিয়ে নতুন সূচি নির্ধারিত হয় ৫ জানুয়ারি। ষষ্ঠ আসরের শিরোপা জিততে দলগুলো এবার বেশ কয়েকজন বিশ্বমানের তারকা ক্রিকেটারকে দলভুক্ত করেছে। চ্যাম্পিয়ন রংপুর টানা শিরোপা জিততে দলে রেখে দিয়েছে মাশরাফি, মোহাম্মদ মিথুন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, ফরহাদ রেজাদের মতো স্থানীয় ক্রিকেটাররা। বিদেশি কোটায় নিয়েছে দুই বিশ্বসেরা ক্রিকেটার ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে। এছাড়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, রবি বোপারা ছাড়াও রয়েছেন রিলি রসৌ, শিন উইলিয়ামস, শেলডন কট্রেল ও বেনি হাওয়েলের মতো ক্রিকেটার। দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার।  চিটাগং ভাইকিংসের স্থানীয়দের মধ্যে অন্যতম হচ্ছেন টেস্ট ক্রিকেটে দুই দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। এছাড়া তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ভিড়েছেন মোহাম্মদ আশরাফুল। বিদেশি কোটায় খেলবেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চি, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, আফগানিস্তানের ড্যাসিং ওপেনার মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, দাশুন শানাক্য ও রবার্ট ফ্রিঙ্ক। বল টেম্পারিংয়ে জড়িত থাকায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেবিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া দুজনের উপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট বাদে অন্যসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই স্মিথ ও ওয়ার্নারকে এবার ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন বিপিএলে। ওয়ার্নার খেলবেন সিলেট সিক্সার্সে। স্মিথকে দেখা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। সাকিব আল হাসান নেতৃত্ব দিবেন ঢাকা ডায়নামাইটসকে। বিশ্বসেরা অলরাউন্ডারের দলে খেলবেন সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কিয়েরন পাওয়েল, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ ঝাঝাই, অ্যান্ড্র বার্চ ও ইয়ান বেল। সূচনা দিনেই ঢাকা মুখোমুখি হবে রাজশাহী কিংসের। রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের উল্লেখযোগ্য নাম মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, আরাফাত সানি। বিদেশি কোটায় খেলবেন ক্রিস্টিয়ান জোনকার, ইশুরু উদানা, লরি ইভান্স, রায়ান ডেসক্যাটস, সেক্কুুগে প্রসন্ন, মোহাম্মদ সামী ও মোহাম্মদ হাফিজ। খুলনা টাইটান্সের স্থানীয় ক্রিকেটারদের সেরা মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও রয়েছেন নাজমুল শান্ত, তাইজুল ইসলামদের মতো তারকা ক্রিকেটার। বিদেশি কোটায় রয়েছেন কার্লোস ব্রেথহোয়েইট, ডেভিড মালান, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং ও ডেভিড ওয়াইজ। দলটি মাঠে নামবে ৬ জানুয়ারি সিলেটের বিপক্ষে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিবেন বাঁ হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। দলটিতে খেলবেন ইমরুল কায়েস, এনামুল জুনিয়র, মোহম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনিদের মতো ক্রিকেটার। বিদেশি কোটায় সবচেয়ে বড় নাম অসি অধিনায়ক স্টিভ স্মিথ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদী। এছাড়াও রয়েছেন লিয়াম ডওসন, এভিন লুইস, ওয়াক্কাস সালমাখেইল ও আমের ইয়ামিন। সিলেপ সিক্সার্সে বিদেশি কোটায় খেলবেন ওয়ার্নার, প্যাবিয়ান অ্যালেন, গুলবদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে ও সোহেল তানভীর। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নাসির হোসেন, লিটন দাস, তাসকিন আহমেদদের মতো তারকা ক্রিকেটার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর