বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজ শপথ, পরশু মাঠে এমপি মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

আজ শপথ, পরশু মাঠে এমপি মাশরাফি

মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন বিপিএলে। মাশরাফি বিন মর্তুজা এখন জনপ্রতিনিধি। নির্বাচন শেষে গতকাল মিরপুরে উপস্থিত হয়েছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক। সেখানেই খোশগল্পে মেতে উঠলেন দুই তারকা ক্রিকেটার -রোহেত রাজীব

ফুটবল মাঠ মাতিয়ে জর্জ উইয়াহ এখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। ফিফা বর্ষসেরা ফুটবলার রাজনীতিবিদ হয়েছেন খেলা থেকে অবসর নিয়ে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীন ভারতীয় লোকসভার সদস্য হয়েছেন ব্যাট, প্যাড, গ্লাভস তুলে রাখার বহুদিন পর। পাকিস্তানের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরান খান এখন দেশটির প্রধানমন্ত্রী। এসব কিংবদন্তি ক্রীড়াবিদদের পেছনে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। এরা সবাই রাজনীতিবিদ হয়েছেন ক্যারিয়ার শেষে। মাশরাফি রাজনীতিতে নাম লিখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক থাকাকালীন। যা বিশ্ব ক্রীড়াঙ্গনের বিরল রেকর্ড। ওয়ানডে অধিনায়ক মাশরাফি এখন নড়াইল-২ এর সংসদ সদস্য। নির্বাচনের জন্য গত কয়েকদিন মাঠের বাইরে ছিলেন। গতকাল নড়াইল থেকে ঢাকায় ফিরেন। দুপুর দেড়টায় মোটরবাইক চালিয়ে আসেন প্রিয় মিরপুর স্টেডিয়ামে। এসেই উচ্ছ্বাসে মেতে উঠেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলে ফেরা মোহাম্মদ আশরাফুলসহ প্রিয় সতীর্থদের সঙ্গে। গতবারের মতো এবারও তিনি নেতৃত্ব দিবেন রংপুর রাইডার্সকে। গত আসরের চ্যাম্পিয়ন রংপুরের অনুশীলন ছিল না গতকাল। কিন্তু এমপি মাশরাফি ফিটনেস ঠিক রাখতে বেশ অনেকটা সময় কাটিয়েছেন জিমে। রংপুর আজ অনুশীলনে নামবে। অনুশীলন করবেন রংপুর অধিনায়ক। আজ শপথ নিবেন এবং পরশু মাঠে নামবেন এমপি মাশরাফি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। নির্বাচনের জন্য এরপর আর মাঠমুখী ছিলেন না। সংসদীয় এলাকা নড়াইলের এক মাথা থেকে আরেক মাথা চষে বেরিয়েছেন। ভুলেছিলেন মাঠ। কিন্তু ক্রিকেট রক্তে মিশে থাকায় সফল নির্বাচনী ক্যাম্পেইন শেষে একদিনের বিরতি দিয়ে ফিরেছেন মাঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে আজ থেকে ফের মাঠের লড়াইয়ে নেমে পড়ছেন। ৪৮ ঘণ্টা পর দেশের ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয়, অর্থের ঝনঝনানির বিপিএল শুরু হচ্ছে। সূচনা ম্যাচেই মাশরাফির নেতৃত্বে মাঠে নেমে পড়বে চ্যাম্পিয়ন রংপুর। প্রতিপক্ষ আশরাফুলের চিটাগাং ভাইকিংস। রংপুরের পক্ষে উদ্বোধনী ম্যাচে খেলবেন ক্যারিবীয় ড্যাসিং ক্রিকেটার ক্রিস গেইল, ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেইল। তবে শুরুতেই আসছেন না ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াস সাবেক অধিনায়কের ঢাকায় আসতে আরও কয়েকদিন লাগবে। আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ে জড়িত থাকায় ওয়ার্নার এক বছর ধরে নিষিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটে। আজ কালের মধ্যে ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়ার নিষিদ্ধ অধিনায়ক স্টিভ স্মিথের। তিনি খেলবেন কুমিল্লা ভাইকিংসের পক্ষে। এরা ছাড়াও এবার বিপিএল মাতাবেন কিয়েরন পাওয়েল, রাইলি রুশো, ওশান টমাস, শেল্ডন কটরেল, শন উইলিয়ামস, রবি বোপারা, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইয়ান বেল, শহীদ আফ্রিদি, এভিন লুইস, লিয়াম ডসন, শোয়েব মালিক, থিসারা পেরেরা, কার্লোস ব্রেথহোয়েইট, ল্যাসিথ মালিঙ্গা, ডেবিড মালান, ইয়াসির শাহ, পল স্টার্লিং, ব্রেন্ডন টেলর, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ শেহজাদদের মতো তারকা ক্রিকেটাররা।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর আজ মাঠে নামছে। এর মধ্যেই অনুশীলনে নেমে পড়েছে সিলেট সিক্সার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স ও চিটাগাং ভাইকিংস। দলগুলো মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছে নিজেদের মধ্যে সময় ভাগ করে। সেই হিসেবে গতকাল দুপুরে অনুশীলন করে গত আসরের রানার্স আপ ঢাকা ডায়নাইমাইটস। দলটির কোচ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবারের আসরে এককভাবে কোনো দলের কথা বলেননি শিরোপার দাবিদার হিসেবে, ‘কম্বিনেশনের উপর নির্ভর করবে কোন দল কেমন করবে। সব দল শক্তিশালী। কাউকেই ছোট করে দেখার অবকাশ নেই। আমি মনে করি শিরোপা জেতার সামর্থ্য রয়েছে সব দলের।’ দলটিকে নেতৃত্ব দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

বিপিএলের চার নম্বর আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির নেতৃত্বে থাকবেন দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বিদেশি কোটায় খেলবেন স্টিভ স্মিথের মতো বিশ্বসেরা তারকা। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এক সময় বাংলাদেশ ক্রিকেটে দলের সহকারী কোচ ছিলেন তিনি। দল নিয়ে এবার আশাবাদী সালাউদ্দিন, ‘আমাদের স্থানীয় ক্রিকেটাররা অনেক বেশি অভিজ্ঞ। অনেকেই টি-২০ স্পেশালিষ্ট। এটিই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। দলটির স্থানীয় ও বিদেশি ক্রিকেটাররা যত দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারবেন, ততটাই দলের জন্য ভালো।’ কুমিল্লার প্রথম ম্যাচ ৬ জানুয়ারি। প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচেই স্টিভ স্মিথ মাঠে নামবেন বলেছেন কুমিল্লার কোচ, ‘স্টিভ স্মিথ অনেক ভালো খেলোয়াড়। সে খেলতে আসায় অবশ্যই বিপিএলের লাভ হবে। একই সঙ্গে লাভ হবে তারও। আশা করি সে প্রথম ম্যাচেই খেলবেন।’ ২০১৮ সাল বাংলাদেশ ক্রিকেটের সফল একটি বছর। ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে নতুন বছরে পা রেখেছে দেশের ক্রিকেট। বিপিএল দিয়েই ব্যাট-বলের লড়াইয়ে নামছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। ক্রিকেটপ্রেমীরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দিয়ে শুরু করছে নতুন বছর।

সর্বশেষ খবর